হাজীগঞ্জ পৌরসভা ও উপজেলার ১২টি ইউনিয়নে নিবন্ধিত ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম চলছে। গতকাল ১১ সেপ্টেম্বর থেকে শুরু করে আসছে ১৫ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। গতকাল ১১ সেপ্টেম্বর উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র বিতরণের মধ্য দিয়ে উপজেলায় এ কার্যক্রম শুরু হয়। ২০১২ থেকে শুরু করে ২০১৭ সাল পর্যন্ত যে সকল পুরুষ/নারী ভোটার হওয়ার জন্যে নিবন্ধিত হয়েছেন তাদের মাঝে পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, ১১ সেপ্টেম্বর দ্বাদশগ্রাম ইউনিয়নে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। ১২ সেপ্টেম্বর রাজারগাঁও ইউনিয়ন পরিষদ ভবনে ১-৪নং ওয়ার্ড ও ১৩ সেপ্টেম্বর ৫-৯নং ওয়ার্ড, ১৬ সেপ্টেম্বর বাকিলা ইউনিয়ন পরিষদ ভবনে ১-৪নং ওয়ার্ড ও ১৭ সেপ্টেম্বর ৫-৯নং ওয়ার্ড, ১৮ সেপ্টেম্বর কালচোঁ উত্তর ইউনিয়ন পরিষদ ভবনে ১-৯নং ওয়ার্ড, ১৯ সেপ্টেম্বর রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ১-৪নং ওয়ার্ড ও ২০ সেপ্টেম্বর ৫-৯নং ওয়ার্ডে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।
২৩ সেপ্টেম্বর বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদ ভবনে ১-৪নং ওয়ার্ড ও ২৪ সেপ্টেম্বর ৫-৯নং ওয়ার্ড, ২৫ সেপ্টেম্বর রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড়কুল পশ্চিম ইউনিয়নের সকল ওয়ার্ড, ২৬ সেপ্টেম্বর দেশগাঁও উচ্চ বিদ্যালয়ে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ১-৪নং ওয়ার্ড ও ২৭ সেপ্টেম্বর ৫-৯নং ওয়ার্ড, ৩০ সেপ্টেম্বর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গর্ন্ধব্যপুর উত্তর ইউনিয়নের ১-৪নং ওয়ার্ড ও ১ অক্টোবর ৫-৯নং ওয়ার্ডের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। ২ অক্টোবর হাড়িয়াইন আড়ং বাজারে হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ১-৪নং ওয়ার্ড ও ৩ অক্টোবর ৫-৯নং ওয়ার্ড, ৪ অক্টোবর হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদে ১-৯নং ওয়ার্ড, ৭ অক্টোবর হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে ১-৩নং ওয়ার্ড, ৮ অক্টোবর ৪-৬নং ওয়ার্ড ও ৯ অক্টোবর উচ্চঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭-৯ নং ওয়ার্ড, ১০ অক্টোবর হাজীগঞ্জ পৌরসভা কার্যালয়ে ৪-৬ নং ওয়ার্ড, ১১ অক্টোবর ১০-১২নং ওয়ার্ড, ১৪ অক্টোবর বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১-৩নং ওয়ার্ড ও ১৫ অক্টোবর ৭-৯নং ওয়ার্ডের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার (চঃ দাঃ) মোঃ আবুল কাসেম বলেন, ২০১২-১৭ সাল পর্যন্ত নিবন্ধিত ভোটারদের মাঝে নির্ধারিত তারিখে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। তিনি স্ব-স্ব ইউনিয়ন ও পৌরসভার নিবন্ধিত ভোটারদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।
ফজর | ৫:০২ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:২৫ |
মাগরিব | ৬:০৬ |
এশা | ৭:১৯ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৪১-সূরা হা-মীম আস্সাজদাহ,
মহৎ আত্মাগুলি নীরবতায় ভোগে বেশি।
রাসূলুল্লাহ (দঃ) বলেছেন, নামাজ আমার নয়নের মনি। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |