দশ বছরের শিশু হোসেন মিজি এক সময়ে বেশ প্রাণোচ্ছল এবং হাসিখুশি ছিল। বিদ্যালয়েও যেতো। পড়েছে তৃতীয় শ্রেণি পর্যন্ত। কিন্তু হোসেন মিজির দেহের বেশ কয়েকটি স্থানে টিউমারের অস্তিত্ব ধরা পড়ে। ফলে গত দুই বছর ধরে তার পড়াশোনা বন্ধ। দরিদ্র বাবা জাহাঙ্গীর হোসেন মিজি সবকিছু বিক্রি করে ছেলের চিকিৎসা ব্যয় মিটিয়েছেন। কিছুটা সুস্থ হলেও এখন ছেলে হোসেন মিজির দেহে প্রতিমাসে দুইবার কেমোথেরাপি দিতে হচ্ছে। এজন্যে আর্থিক সঙ্গতি নেই অটোরিঙ্া চালক জাহাঙ্গীর হোসেন মিজির। ফলে শিশুটির জীবন অনিশ্চিত হয়ে পড়েছে।
শিশু হোসেন মিজির চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মাফরুহা আক্তার জানান, আগামী দেড়বছর পর্যন্ত কেমোথেরাপি দিতে হবে শিশুটিকে। তারপর পূর্ণ সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।
শিশু হোসেন মিজির বাবা ফরিদগঞ্জ পৌরসভার কেরোয়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন মিজি জানান, ছেলের চিকিৎসা করাতে গিয়ে এখন নিঃস্ব তিনি। ভাড়ায় অটোরিঙ্া চালিয়ে এখন সংসার চালাতেই কষ্ট হচ্ছে তাঁর। তাই সন্তানের জীবন রক্ষায় সমাজের বিত্তবান এবং সরকারের কাছে সাহায্য চেয়েছেন।
এজন্যে শিশুটির মা হোসনে আরা রূপার ব্যক্তিগত বিকাশ (০১৭১৯৮৬৭৭৮৮) নম্বরে যে কেউ আর্থিক সাহায্য পাঠাতে পারেন।
ফজর | ৫:০২ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:২৫ |
মাগরিব | ৬:০৬ |
এশা | ৭:১৯ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৪১-সূরা হা-মীম আস্সাজদাহ,
মহৎ আত্মাগুলি নীরবতায় ভোগে বেশি।
রাসূলুল্লাহ (দঃ) বলেছেন, নামাজ আমার নয়নের মনি। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |