জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা রোগী দেখার উদ্যোগ নিয়েছে তরপুরচ-ীতে কাজী লজ্জাতুন্নেসা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ।
গত ১১ আগস্ট শনিবার থেকে বহির্বিভাগে এ সেবা দেয়া শুরু করেছেন বলে চাঁদপুর কণ্ঠকে নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপক কাজী জাহাঙ্গীর আলম মিন্টু। তিনি বলেন, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে এই প্রথমবারের মতো আমাদের ব্যবস্থাপনা পরিচালক কাজী হেলাল উদ্দিন উদ্যোগ নিয়েছেন। এখানে মাসব্যাপী প্রতিদিনই ৩০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হচ্ছে।
কাজী লজ্জাতুন্নেসা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে বহির্বিভাগে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রোগী দেখা হয় শুনে জনৈকা মর্জিনা বেগম এসেছেন চিকিৎসা নিতে। আমেনা আক্তার পেট ব্যথায় দীর্ঘদিন ভুগছেন। তিনি টাকার জন্যে চিকিৎসা করাতে পারেন না। শুনেছেন কাজীদের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা হয়, সে জন্যে তিনি এসেছেন।
ফজর | ৫:০৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:২৫ |
মাগরিব | ৬:০৬ |
এশা | ৭:১৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৪০-সূরা আল মু’মিন
কোনো মহৎ লোকের জীবনই বৃথা যায় না।
মজুরের গায়ের ঘাম শুকাবার আগেই তার মজুরি দিয়ে দাও। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |