ফজর | ৫:১৩ |
যোহর | ১২:১৩ |
আসর | ৪:১৯ |
মাগরিব | ৫:৫৯ |
এশা | ৭:১২ |
সৌজন্যে- হোটেল অস্টার ইকো
কলাতলী, কক্সবাজার
মুঠোফোন : ০১৭৭৭৬৩১৬৯১, ১৮১২৫১৬৫৯০
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৩৫-সূরা ফাতির
মহৎ কারণে যার মৃত্যু ঘটে সে অপরাজেয়। ঈর্ষা ও পরশ্রীকাতরতা থেকে দূরে থাকবে, কারণ অগ্নি যেমন কাঠ পুড়িয়ে খেয়ে ফেলে, সেইরূপ ঈর্ষাও সৎকার্য খেয়ে নিঃশেষ করে ফেলে। |
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদ্যাপন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ দাসদী বোরহানুল উলুম আলিম মাদ্রাসা ও ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে দুই দিনব্যাপী আজিমুশ্বান ঈমানী ইরফানী ওয়াজ ও দোয়ার মাহফিল এবং সুন্নী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১১ ও ১২ ফেব্রুয়ারি রোববার ও সোমবার আয়োজিত মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি কামনায় ও বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াবার জন্যে দোয়া করা হয়।
দাসাদী কামিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব খাজা মোঃ আঃ হক মঞ্জু ভঁূইয়ার সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ ইসমাইল হোসেন সিরাজী। মাহফিলে ২য় দিন ওয়াজ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা শায়খ ড. মোঃ মাহবুবুর রহমান, গোবিন্দপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা আলহাজ্ব হাফেজ শায়খ নেছার আহমাদ (মাঃআঃ), বি-বাড়িয়া চতুরা দরবার শরীফের খলিফা আলহাজ্ব হযরত মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী, ড. মোঃ সাইফুল ইসলাম আল-আজহারী, দাসাদী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব হযরত মাওলানা মেহেদী হাসান ও আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আরিফুল্লাহ জিন্নাহ। ১ম দিন ওয়াজ করেন চান্দ্রা দরবার শরীফের পীর সাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা হুজ্জাতুল্লাহ নঙ্বন্দী মুজাদেদ্দী, ফরাজীকান্দী বাইতুল আমান জামে মসজিদের খতিব মুফতী আলহাজ্ব হযরত মাওলানা আমির হোসাইন, মতলব জামে মসজিদের হযরত মাওলানা হাফেজ আঃ ছালাম, মতলব চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হযরত মাওলানা মোঃ আবদুল্লাহ আল মামুন, দাসাদী কামিল মাদ্রাসার হযরত মাওলানা আঃ ছাত্তার। এছাড়াও আরও ওলামাগণ ওয়াজ করেন।
হ্যাঁ | না | মতামত নেই |
মুদ্রা | বিক্রয় | ক্রয় |
ইউএস ডলার | ৭৯.৯৫ | ৭৮.০০ |
ইউরো | ৮৭.৭৫ | ৮৫.৪০ |
ব্রিটিশ পাউন্ড | ১১০.৭৩ | ১০৮.২৯ |
ভারতীয় রুপি | ১.১৬ | ১.০৬ |
জাপানি ইয়েন | ০.৭০ | ০.৬৯ |
অস্ট্রেলিয়ান ডলার | ৫৭.১১ | ৫৫.৮৮ |
কানাডিয়ান ডলার | ৫৮.০২ | ৫৬.৭৯ |
সিঙ্গাপুর ডলার | ৫৬.৭৭ | ৫৫.৫৬ |
সৌদি রিয়াল | ২১.২২ | ২০.৬৯ |
মালয়শিয়ান রিঙ্গিত | ১৮.৯২ | ১৮.৫০ |
ইউএই দিরহাম | ২১.৬৭ | ২১.১৩ |
সুইস ফ্রাংক | ৮০.৪৮ | ৭৮.৭২ |
কুয়েতি দিনার | ২৫৮.২০ | ২৪৮.০০ |