চাঁদপুর বাসস্ট্যান্ড হতে একই সময়ের ব্যবধানে ২টি যাত্রীবাহী বাস কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছে। যার একটির নাম বোগদাদ আর অপরটি হচ্ছে রিলাঙ্। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস বোগদাদের সার্ভিস নিয়ে রয়েছে নানা বিতর্ক।
গত সোমবার বেলা ১১.৪০ মিনিটে চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে কুমিল্লা যাওয়ার প্রাক্কালে বাসস্ট্যান্ড পেট্রোল পাম্প এলাকায় বোগদাদ এবং রিলাঙ্ যাত্রীবাহী বাস প্রতিযোগিতা দিয়ে এগিয়ে যাওয়ার সময় যাত্রী এবং জনসাধারণের রোষানলে পড়েন রিলাঙ্ যাত্রীবাহী বাসের চালক। একটা সময় এসে জনসাধারণ সড়কের মধ্যে রিলাঙ্ বাসের সামনে ব্যারিকেড দিয়ে বাসটিকে আটকে রেখে প্রতিবাদ করেন। এর ফাঁক দিয়েই বোগদাদ তার কাঙ্ক্ষিত গন্তব্যে ছুটে যায়। দিনের প্রতিটি ক্ষণে এই সড়কে এমন প্রতিযোগিতার ছবি লক্ষ্য করা যায়।
ফজর | ৪:১৮ |
যোহর | ১১:৫৯ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২৪ |
এশা | ৭:৩৯ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯৯-সূরা যিল্যাল ০৮ আয়াত, ১ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১। পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হইবে। ২। এবং পৃথিবী যখন তাহার ভার বাহির করিয়া দিবে, ৩। এবং মানুষ বলিবে 'ইহার কী হইল?'
মাটিকে ভালোবাসো, মাটি তোমাকে ভালোবাসবে। _ইবনে আহম্মদ।
স্বভাবে নম্রতা অর্জন কর।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৬,৪৪,৪৩৯ | ১৩,২১,৯৪,৪৪৭ |
সুস্থ | ৫,৫৫,৪১৪ | ১০,৬৪,২৬,৮২২ |
মৃত্যু | ৯,৩১৮ | ২৮,৬৯,৩৬৯ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |