গত ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে অনুষ্ঠিত ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই নির্বাচিত মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা প্রকাশিত এ গেজেট হাতে পেয়েছেন।
২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা মোতাবেক গত ১৪ ফেব্রুয়ারি নির্বাচিত ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের নাম-ঠিকানা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
মেয়র পদে প্রথমবারের মতো উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী নৌকা মার্কা নিয়ে নির্বাচিত হন। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১নং (১, ২ ও ৩) সংরক্ষিত ওয়ার্ডে কুসুম বেগম, ২নং (৪, ৫ ও ৬) ওয়ার্ডে খতেজা বেগম এবং ৩নং (৭, ৮ ও ৯) ওয়ার্ডে সেলিনা আক্তার যুথী এবং সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আমিনুল হক (আমিন মিজি), ২নং ওয়ার্ডে আবুল হাসেম, ৩নং ওয়ার্ডে জায়েদ হোসেন (বাবুল পাটওয়ারী), ৪নং ওয়ার্ডে আবদুল মান্নান পরান, ৫নং ওয়ার্ডে জাহিদ হোসেন (শোভন), ৬নং ওয়ার্ডে মাজহারুল আলম (মিরু), ৭নং ওয়ার্ডে মোহাম্মদ হোসেন, ৮নং ওয়ার্ড জাকির হোসেন গাজী ও ৯নং ওয়ার্ড মোঃ সাজ্জাদ হোসেন টিটু নির্বাচিত হন।
উল্লেখ্য, গেজেট প্রকাশের ২০ দিনের মধ্যে যে কোনো দিন নব-নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে।
ফজর | ৪:১৮ |
যোহর | ১১:৫৯ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২৪ |
এশা | ৭:৩৯ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯৮-সূরা বায়্যিনাঃ ০৮ আয়াত, ১ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১। কিতাবীদের মধ্যে যাহারা কুফরী করিয়াছিল তাহারা এবং মুশরিকরা আপন মতে অবিচলিত ছিল যে পর্যন্ত না তাহাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসিল- ২। আল্লাহর নিকট হইতে এক রাসূল, যে আবৃত্তি করে পবিত্র গ্রন্থ,
ফুলের আয়ু কত স্বল্প কিন্তু সেই স্বল্প জীবন পরিধিই কত মহিমাময়। _টমাস উইলসন।
মজুরের গায়ের ঘাম শুকাবার আগে তার মজুরি দিয়ে দাও।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৬,৪৪,৪৩৯ | ১৩,২১,৯৪,৪৪৭ |
সুস্থ | ৫,৫৫,৪১৪ | ১০,৬৪,২৬,৮২২ |
মৃত্যু | ৯,৩১৮ | ২৮,৬৯,৩৬৯ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |