চাঁদপুর শহরের পুরাণবাজারে একটি তুলার দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত না হলেও ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। গতকাল ২২ ফেব্রুয়ারি সোমবার বিকেল আনুমানিক সোয়া ৪টায় (পুরাণবাজার লোহারপুল সংলগ্ন) রয়েজ রোডস্থ বাবুল বেপারীর তুলার দোকান হতে আগুনের ধোঁয়া বের হতে দেখে পার্শ্বস্থ দোকানের লোকজন ছুটে আসেন। তারা আগুন লেগেছে বুঝতে পেরেই পুরাণবাজার ফায়ার ব্রিগেড, পুরাণবাজার ফাঁড়িসহ বিদ্যুৎ অফিসে খবর দেন। এরমধ্যে আগুন অনেকটা ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণে আনতে পার্শ্বস্থ দোকানদারসহ আশপাশের লোকজন নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। পরে পুরাণবাজার ফায়ার ব্রিগেডের ২টি ইউনিট ঘটনাস্থলে আসে। এরপর আসেন পুরাণবাজার ফাঁড়ির পুলিশ সদস্যগণ। ফায়ার ব্রিগেডের ২টি ইউনিট ও স্থানীয় যুবসমাজের চেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। কিন্তু আগুনে পার্শ্বস্থ দেলু গাজীর আরাফাত এন্টারপ্রাইজ নামে ২টি ভুষামালের দোকানও ক্ষতিগ্রস্ত হয় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে রক্ষা পায় আশপাশের মিল-কলকারখানাসহ ব্যবসা প্রতিষ্ঠান। তবে আগুনের সংবাদ পেয়ে বিদ্যুৎ বিভাগের লোকজন দেরিতে আসায় ঘটনাস্থলের লোকজন ক্ষোভ প্রকাশ করেন। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন সংঘটিত হতে পারে বলে ফায়ার সার্ভিসের ইউনিট লিডার আতিক হাসান স্বপন জানান। তবে পার্শ্বস্থ অনেকেই জানান, এই নিয়ে তুলার দোকানে ৪বার আগুন লাগার ঘটনা ঘটেছে। এর কারণ কী তা খুঁজে বের করা দরকার বলে অনেকেই অভিমত ব্যক্ত করেন। আগুনের সংবাদ শুনে চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পৌর কাউন্সিলর আঃ লতিফ গাজী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মমিন বেপারী, শহীদ উল্লাহ শেখ, উজ্জ্বল হোসেন তালুকদার, নজরুল ইসলাম হাওলাদার, জুয়েল কান্তি নন্দু, দেলু গাজী, মুন্না বেপারী ঘটনাস্থলে যান এবং আগুন নেভাতে সহযোগিতা করেন।
ফজর | ৫:০৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:২৫ |
মাগরিব | ৬:০৬ |
এশা | ৭:১৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯৬-সূরা 'আলাক ১৯ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১৫। সাবধান, সে যদি বিরত না হয় তবে আমি তাহাকে অবশ্যই হেঁচড়াইয়া লইয়া যাইব, মস্তকের সম্মুখভাগের কেশগুচ্ছ ধরিয়া- ১৬। মিথ্যাচারী, পাপিষ্ঠের কেশগুচ্ছ। ১৭। অতএব সে তাহার পার্শ্বচরদিগকে আহ্বান করুক।
মূর্খতা এমন এক পাপ, সারাজীবনে যার প্রায়শ্চিত্ত হয় না। -আল-ফখরি।
কাউকে অভিশাপ দেওয়া সত্যপরায়ণ ব্যক্তির উচিত নয়।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |