চাঁদপুরে নতুন করে আরো ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। গতকাল বুধবার ২৮টি স্যাম্পলের রিপোর্ট প্রকাশিত হয়। এতে ৪ জনের করোনা শনাক্ত হয়। বাকি ২৪ জনের রিপোর্ট নেগেটিভ আসে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭শ' ৫৯জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৬শ' ১৮জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়।
সূত্র থেকে আরো জানা যায়, গতকাল ২৭ জানুয়ারি বুধবার ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে ২৮টি স্যাম্পলের করোনা টেস্ট করা হয়। এই স্যাম্পলগুলো গত ২৬ জানুয়ারি মঙ্গলবার সংগৃহীত। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২জন, ফরিদগঞ্জ উপজেলার ১ জন ও শাহরাস্তি উপজেলার ১ জন।
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা হচ্ছে ৮৮জন। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে ৫৩জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর মধ্যে গতকাল সুস্থ হয়েছেন ৫ জন।
ফজর | ৫:০২ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:২৫ |
মাগরিব | ৬:০৬ |
এশা | ৭:১৯ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯১-সূরা শাম্স ১৫ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১। শপথ সূর্যের এবং উহার কিরণের, ২। শপথ চন্দ্রের, যখন উহা সূর্যের পর আবির্ভূত হয়, ৩। শপথ দিবসের, যখন সে উহাকে প্রকাশ করে,
বোকা এবং তার টাকা খুব শীঘ্রই বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায়। _টমাস টুমার।
যার দ্বারা মানবতা উপকৃত হয়, তিনিই মানুষের মধ্যে শ্রেষ্ঠ।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |