ফরিদগঞ্জ পৌরসভার মেয়র, সংরক্ষিত ও সাধারণ আসনসহ মোট ৭৬জন প্রার্থী গতকাল ২৭ জানুয়ারি বুধবার প্রতীক গ্রহণ করেছেন। উপজেলা রিটার্নিং অফিসার ও ইউএনও শিউলী হরি প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পৌরসভার সংরক্ষিত ৩টি আসনের ১১ জন এবং সাধারণ ৯টি ওয়ার্ডের ৬২জন প্রার্থী কে কোন্ প্রতীক পেলো তা হচ্ছে : সংরক্ষিত আসনের ১নং ওয়ার্ডে কুসুম বেগম (জবা ফুল), জান্নাতের নেছা (চশমা), রোজিনা (টেলিফোন) ও শাহিনা আক্তার (আনারস)। সংরক্ষিত আসনের ২নং ওয়ার্ডের সাবিনা ইয়াছমিন (জবা ফুল), খতেজা বেগম (চশমা) ও হাছিনা আক্তার (আনারস)। সংরক্ষিত আসনের ৩নং ওয়ার্ডের মাহমুদা বেগম (জবা ফুল), গীতা রাণী দাস (বলপেন), সেলিনা আক্তার যুথী (আনারস) ও ফাতেমা বেগম (চশমা)।
৯টি সাধারণ ওয়ার্ডে ৬২ জনের প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন : ১নং ওয়ার্ডে প্রার্থী হলেন ১০ জন। এরা হলেন ইসমাইল হোসেন (টেবিল ল্যাম্প), মোঃ আক্তার হোসাইন (পানির বোতল), মোঃ আরিফ হোসেন (গাজর), নুরুজ্জামান (টিউব লাইট), মোঃ মোস্তফা কামাল সুমন (ফাইল ক্যাবিনেট), মোঃ আলমগীর হোসেন (পাঞ্জাবী), আমিনুল হক (উট পাখি), মুহাম্মদ ওমর ফারুক (ব্রিজ), শাহ জালাল (ডালিম) ও মোঃ ইয়াছিন মিয়া (বস্নাক বোর্ড)।
২নং ওয়ার্ডের প্রার্থী হলেন ৮ জন। এরা হলেন : মোঃ আবুল হাসেম (পাঞ্জাবী), মোঃ হুমায়ুন কবির (টেবিল ল্যাম্প), মোঃ হারুনুর রশিদ (ব্রিজ), মোঃ আব্দুর রব (ডালিম), মোঃ রুবেল মিয়াজী (উট পাখি), রাশেদ (বস্নাক বোর্ড), মোঃ সারোয়ার হোসেন (ফাইল ক্যাবিনেট) ও মোঃ সাইফুর রহমান (পানির বোতল)।
৩নং ওয়ার্ডের প্রার্থী হলেন ৪ জন। এরা হলেন : ইউনুছ বেপারী (পানির বোতল), মোহাম্মদ মহসীন তালুকদার (পাঞ্জাবী), মোঃ জয়নাল আবেদীন (উট পাখি) ও মোঃ জায়েদ হোসেন (ডালিম)।
৪নং ওয়ার্ডের প্রার্থী হলেন ৬ জন। এরা হলেন : মোঃ আব্দুল মান্নান পরান (উট পাখি), মোঃ আবু তাহের (ফাইল ক্যাবিনেট), এস.এম.এম. ফজলে রাব্বী (ডালিম), বিল্লাল হোসেন (পানির বোতল), মোঃ শাহাজাহান মিজি (পাঞ্জাবী) ও মোঃ সফিকুল ইসলাম (বস্নাক বোর্ড)।
৫নং ওয়ার্ডের প্রার্থী হলেন ৬ জন। এরা হলেন : মোঃ আমির হোসেন (বস্নাক বোর্ড), মোঃ খলিলুর রহমান (ডালিম), মোঃ আবুল হাসান (পাঞ্জাবী), মোঃ সোহেল দেওয়ান (উট পাখি), মোঃ মনির হোসেন গাজী (গাজর) ও মোঃ জাহিদ হোসেন (পানির বোতল)।
৬নং ওয়ার্ডের প্রার্থী হলেন ৪ জন। এরা হলেন : মোঃ মজিবুর রহমান (পাঞ্জাবী), মোঃ মাজহারুল আলম (টেবিল ল্যাম্প), আল আমিন মোল্লা (উট পাখি) ও মাহবুব আলম (পানির বোতল)।
৭নং ওয়ার্ডের প্রার্থী হলেন ১০ জন। এরা হলেন : মোঃ সোহেল রানা (ব্রিজ), আহসান উল্যাহ (টিউব লাইট), মোঃ জাকির হোসেন (গাজর), মোঃ তাজুল ইসলাম (উট পাখি), কাজী কাউছার (বস্নাক বোর্ড), মোঃ জহির হোসেন মিজি (ফাইল ক্যাবিনেট), মোঃ আলী হায়দার (টিপু) পাঠান (টেবিল ল্যাম্প), মোঃ মশিউর রহমান (ডালিম), মোঃ এমরান হোসেন (পাঞ্জাবী) ও মোহাম্মদ হোসেন (পানির বোতল)।
৮নং ওয়ার্ডের প্রার্থী হলেন ৮ জন। এরা হলেন : জাকির হোসেন গাজী (উট পাখি), আমান উল্যাহ (ডালিম), কামরুল ইসলাম (টেবিল ল্যাম্প), মাহাবুব আলম (বস্নাক বোর্ড), উৎপল চন্দ্র দাস (ঢেঁড়শ), দিলিপ চন্দ্র দাস (পানির বোতল), মফিজ উদ্দিন জনি (ব্রিজ) ও মিজান পাটোওয়ারী (পাঞ্জাবী)।
৯নং ওয়ার্ডের প্রার্থী হলেন ৬ জন। এরা হলেন : মোঃ সাজ্জাদ হোসেন (ডালিম), তোফায়েল আহম্মদ (বস্নাক বোর্ড), মাহামুদুল হাসান মঞ্জু (পাঞ্জাবী), মাসুদ আলম ভঁূইয়া (উট পাখি), মোহাম্মদ রসু মিয়া (পানির বোতল) ও মোহাম্মদ আবু জাফর (টেবিল ল্যাম্প)।
প্রতীক হাতে পেয়ে দুপুর থেকেই শুরু হয়েছে প্রচার ও প্রচারণা। আগামী ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে এই প্রচার কার্যক্রম।
ফজর | ৫:০২ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:২৫ |
মাগরিব | ৬:০৬ |
এশা | ৭:১৯ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯১-সূরা শাম্স ১৫ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১। শপথ সূর্যের এবং উহার কিরণের, ২। শপথ চন্দ্রের, যখন উহা সূর্যের পর আবির্ভূত হয়, ৩। শপথ দিবসের, যখন সে উহাকে প্রকাশ করে,
বোকা এবং তার টাকা খুব শীঘ্রই বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায়। _টমাস টুমার।
যার দ্বারা মানবতা উপকৃত হয়, তিনিই মানুষের মধ্যে শ্রেষ্ঠ।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |