চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইমান হোসেন গাজী ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহরিয়ারকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
জানা যায়, চাঁদপুর মডেল থানায় দায়েরকৃত জিআর ৬৯/২০১৮ নং মামলায় হাজিরা না দেয়ায় তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে।
চাঁদপুর সদর মডেল থানায় গ্রেফতারি পরোয়ানা পেঁৗছার পর থেকেই পুলিশ তাদের আটকের জন্যে হন্য হয়ে খুঁজতে থাকে।
গতকাল ২৫ জানুয়ারি সোমবার সকালে ইমান হোসেন গাজী গুয়াখোলাস্থ বাসা থেকে বের হয়ে পৈত্রিক ব্যবসা প্রতিষ্ঠান বড় স্টেশন মাছঘাটের উদ্দেশ্যে রওনা হলে মডেল থানার এসআই রাশেদুজ্জামান ও এএসআই আবু হানিফ পথিমধ্যে রিকশার গতিরোধ করে তাকে আটক করেন। এ সময় তার সাথে থাকা একই মামলার ওয়ারেন্টভুক্ত আসামী পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহরিয়ারকেও আটক করেন।
জানা যায়, ইমান হোসেন গাজী চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সদস্য। গতকাল ২৫ জানুয়ারি উক্ত সংগঠনটির নির্বাচনে ভোট দেয়ার উদ্দেশ্যে প্রস্তুতি নিয়ে মূলত মাছঘাটের উদ্দেশ্যে রওয়ানা হন। কিন্তু বেরসিক পুলিশের কারণে তার ভোট দেয়া সম্ভব হয়নি।
মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতার করার পর পরই তাদেরকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহরিয়ারের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। এ সকল সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও আটককৃত নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তির দাবি জানান।
জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর জেলা শাখার সভাপতি ইমান এইচ গাজী ও সদর পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহরিয়ারকে মিথ্যা মামলায় পুলিশ কর্তৃক গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ সকল যুগ্ম আহ্বায়ক ও বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারকৃত ছাত্র নেতাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানানো হয়।
ফজর | ৫:০২ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:২৫ |
মাগরিব | ৬:০৬ |
এশা | ৭:১৯ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯০-সূরা বালাদ ২০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১৬। অথবা দারিদ্র্য-নিষ্পেষিত নিঃস্বকে, ১৭। তদুপরি সে অন্তর্ভুক্ত হয় মু'মিনদের এবং তাহাদের, যাহারা পরস্পরকে উপদেশ দেয়, ধৈর্য ধারণের ও দয়া-দাক্ষিণ্যের;
বন্ধু অপেক্ষা শত্রুকে পাহারা দেওয়া সহজ। _আলকমেয়ন।
যারা সংসার থেকে চলে গেছে তাদের দোষ কীর্তন করো না।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |