চাঁদপুর সদর মডেল থানার বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫ আসামীকে আটক করেছে পুলিশ। ২১ জানুয়ারি বৃহস্পতিবার থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর দিকনির্দেশনায় এসআই রাশেদুজ্জামান, এএসআই আবু হানিফ, গোলাম রসুল পৃথক অভিযান চালিয়ে পলাতক আসামীদের গ্রেফতার করেন।
অভিযান পরিচালনাকারী উপ-পরিদর্শক রাশেদুজ্জামান জানান, ২০ জানুয়ারি বুধবার রাতে ওয়ারেন্ট তামিলের মাধ্যমে শহরের গুণরাজদী পাওয়ার হাউজ এলাকা থেকে মধ্য গুণরাজদী এলাকার শরীফ খলিফাকে জিআর ১২৬নং মামলার আসামী হিসেবে আটক করা হয়। এ মামলাটিতে শরীফ খলিফা ২শ' ৫ পিচ ইয়াবাসহ আটক হয়েছিল। এ মামলায় সে জামিনে এসে পলাতক থাকায় ওয়ারেন্টের ভিত্তিতে তাকে আটক করা হয়।
অপরদিকে বিশেষ ক্ষমতা আইনের ২০১৫ সালের দায়েরকৃত জিআর মামলায় ৩৪৫ এ গ্রেফতারি পরোয়ানার আসামী আদালতপাড়ার সুমন মজুমদার ওরফে লেংটা সুমনকে তার বাসা থেকে আটক করা হয়। ৩নং কয়লা ঘাট এলাকা থেকে মোক্তার শেখকে গত বছরের জিআর মামলা ১৯-এর আসামী হিসেবে আটক করা হয়।
পীর বাদশা মিয়া রোড মমিনপাড়া এলাকার সেলিম খান ও নাজমুন খানকে গত বছরের ৪৭২ জিআর মামলায় গ্রেফতার করা হয়। পশ্চিম বিষ্ণুদী এলাকা থেকে জিআর ৪৭২/২০২০ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোঃ হোসেন কাজীকে আটক করা হয়।
এক রাতে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিনের নির্দেশ মতে উপ-পরিদর্শক রাশেদুজ্জামান ও সহকারী উপ-পরিদর্শক আবু হানিফ সঙ্গীয় সদস্যদের নিয়ে রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। গ্রেফতাকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফজর | ৫:০৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:২৫ |
মাগরিব | ৬:০৬ |
এশা | ৭:১৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯০-সূরা বালাদ ২০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৫। সে কি মনে করে যে, কখনও তাহার উপর কেহ ক্ষমতাবান হইবে না? ৬। সে বলে, 'আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি।' ৭। সে কি মনে করে যে, তাহাকে কেহ দেখে নাই?
কারো প্রশ্নের জবাব দিতে হলে তা প্রথমে মনোযোগ দিয়ে শোনা। _এমি লাওয়েল।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
যে ব্যক্তি আল্লস্নাহ ও আখেরাতের উপর ঈমান রাখে তার ভালো ও পরিচ্ছন্ন কথা বলা উচিত অথবা নীরব থাকা বাঞ্ছনীয় । পরিচ্ছন্ন কথা হচ্ছে দান কাজের সমতুল্য।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |