বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা শাখার নয়া কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল। গত ৬ জানুয়ারি চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী ও সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটওয়ারী যৌথ স্বাক্ষরে মেহেদী হাসান মঞ্জুকে আহ্বায়ক ও সালাউদ্দিন আহম্মদ মিঠুকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন : যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ চৌধুরী শাওন, মহিউদ্দিন মহি, শামিম হোসাইন, রাশেদ আলম তপাদার, জহির আহমেদ, সাইফুল ইসলাম মিয়াজী, আব্দুল কুদ্দুছ মিজি, আব্দুল্যাহ আহমদ রিফাত, মাহমুদুর রশিদ তানহা, শফিকুর রহমান খান, আব্দুল কাইয়ুম পাটওয়ারী সুমন, সদস্য আনোয়ার হোসেন আখন, ইসমাম আহমেদ, ইমাম হোসেন (সুজন শেখ), মামুন হোসেন, মনির হোসেন, কাউছার হামিদ, আব্দুল কাদের রাশেদ, সজিব হোসেন। আহ্বায়ক কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে ইউনিয়ন কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিদের্শনা দেন জেলা কমিটি।
ফজর | ৪:৫৯ |
যোহর | ১২:১০ |
আসর | ৪:২৬ |
মাগরিব | ৬:০৮ |
এশা | ৭:২০ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯০-সূরা বালাদ ২০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৫। সে কি মনে করে যে, কখনও তাহার উপর কেহ ক্ষমতাবান হইবে না? ৬। সে বলে, 'আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি।' ৭। সে কি মনে করে যে, তাহাকে কেহ দেখে নাই?
কারো প্রশ্নের জবাব দিতে হলে তা প্রথমে মনোযোগ দিয়ে শোনা। _এমি লাওয়েল।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
যে ব্যক্তি আল্লস্নাহ ও আখেরাতের উপর ঈমান রাখে তার ভালো ও পরিচ্ছন্ন কথা বলা উচিত অথবা নীরব থাকা বাঞ্ছনীয় । পরিচ্ছন্ন কথা হচ্ছে দান কাজের সমতুল্য।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |