শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগ রয়েছে। এই পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে গত ১৯ জানুয়ারি। নির্বাচনী আচরণ বিধি মোতাবেক কোনো প্রার্থী যখন নির্বাচন করেন বা যদি তিনি পূর্বের মেয়রও থেকে থাকেন, তাহলে তিনি প্রার্থী হলে তফসিল ঘোষণার পর হতে সরকারি গাড়ি তার নির্বাচনী অথবা ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন না। অথচ তিনি অদ্যাবধি সরকারি গাড়িটি সহকারী রিটার্নিং অফিসারের নিকট জমা না দিয়ে শাহরাস্তি পৌর এলাকা ছাড়াও ঢাকায় নিয়েও ব্যবহার করছেন। এটি সরাসরি নির্বাচন আচরণ বিধি লংঘনের সামিল বলে মুঠোফোনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর সাথে আলাপকালে তিনি নিশ্চিত করেছেন।
ফজর | ৪:৫৯ |
যোহর | ১২:১০ |
আসর | ৪:২৬ |
মাগরিব | ৬:০৮ |
এশা | ৭:২০ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯০-সূরা বালাদ ২০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৫। সে কি মনে করে যে, কখনও তাহার উপর কেহ ক্ষমতাবান হইবে না? ৬। সে বলে, 'আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি।' ৭। সে কি মনে করে যে, তাহাকে কেহ দেখে নাই?
কারো প্রশ্নের জবাব দিতে হলে তা প্রথমে মনোযোগ দিয়ে শোনা। _এমি লাওয়েল।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
যে ব্যক্তি আল্লস্নাহ ও আখেরাতের উপর ঈমান রাখে তার ভালো ও পরিচ্ছন্ন কথা বলা উচিত অথবা নীরব থাকা বাঞ্ছনীয় । পরিচ্ছন্ন কথা হচ্ছে দান কাজের সমতুল্য।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |