তিনি মুক্তিযোদ্ধাও ভুয়া। জন্ম তারিখও তাঁর ভুয়া। অর্থাৎ ওনার জন্ম তারিখ দুইটা। জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী হয়েছেন জাল সার্টিফিকেট দিয়ে। একটি ব্যাংকের সভাপতি হয়েছেন তাও জাল সার্টিফিকেট দিয়ে। এভাবে আরো ভুয়া এবং জাল সনদের সমারোহ ওনার পুরো জীবনকে ঘিরে। এ যেনো ভুয়ার মহোৎসব। অথচ তিনি ভাব দেখান ওনার মতো স্বচ্ছ, সজ্জন ব্যক্তি নীল আকাশের নীচে সবুজের গালিচার উপর দ্বিতীয়জন আর কেউ নেই। তিনি আবার ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাও বটে। ইদানিং তাঁকে কোনো কোনো সভা বা অনুষ্ঠানে মিডিয়ার উপর ক্ষোভ ছাড়তেও দেখা যায়। অথচ যৌক্তিক কোনো কারণ নেই। অবশ্য বেরসিক কিছু সংবাদপত্র সমপ্রতি ওনাকে নিয়ে যৌক্তিক কিছু সমালোচনামূলক সংবাদ পরিবেশন করেছে। এতেই বোধ হয় তিনি সংবাদপত্রের উপর ক্ষেপেছেন।
এই মানুষটির অরিজিনাল জন্ম সাল হচ্ছে ১৯৫৯। কিন্তু তিনি মুক্তিযোদ্ধার সনদ নেয়ার জন্যে জন্ম সাল দেখালেন ১৯৫৬। এই ভুয়া জন্ম তারিখ দিয়েই তিনি জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র তৈরি করে নিলেন। তাঁর সঠিক জন্ম তারিখ জানা যাবে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ড অনুসন্ধান করলে। যদিও তিনি মাধ্যমিকের গ-ি পার হননি। কিন্তু তাতে কী হয়েছে! তিনি তো বিএ পাস সার্টিফিকেট দেখিয়ে জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী হিসেবে সরকারপ্রধান থেকে জাতীয় পুরস্কারও বাগিয়ে এনেছেন। এখানেই শেষ নয়। কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি পদটিও দখল করে নিয়েছেন বিএ পাসের জাল সার্টিফিকেট দিয়ে। আর কোনো নির্বাচনে তাঁর মনোনয়ন বাণিজ্যের বিষয়টি তো এখন মানুষের মুখে মুখে। এভাবেই নানা অবৈধ পন্থায় তিনি অর্থ সম্পদের পাহাড়ও গড়েছেন।
এতোসব ভুয়ার সমারোহ দেখে মানুষ আড়ালে আবডালে বলছেন, একজন লোক এতোটা ভুয়া হন কীভাবে! এই মানুষগুলো প্রকাশ্যে বলতে পারছেন না তাঁর ক্ষমতার প্রভাবের কারণে।
ফজর | ৪:৫৯ |
যোহর | ১২:১০ |
আসর | ৪:২৬ |
মাগরিব | ৬:০৮ |
এশা | ৭:২০ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯০-সূরা বালাদ ২০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৫। সে কি মনে করে যে, কখনও তাহার উপর কেহ ক্ষমতাবান হইবে না? ৬। সে বলে, 'আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি।' ৭। সে কি মনে করে যে, তাহাকে কেহ দেখে নাই?
কারো প্রশ্নের জবাব দিতে হলে তা প্রথমে মনোযোগ দিয়ে শোনা। _এমি লাওয়েল।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
যে ব্যক্তি আল্লস্নাহ ও আখেরাতের উপর ঈমান রাখে তার ভালো ও পরিচ্ছন্ন কথা বলা উচিত অথবা নীরব থাকা বাঞ্ছনীয় । পরিচ্ছন্ন কথা হচ্ছে দান কাজের সমতুল্য।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |