ফরিদগঞ্জ উপজেলা সদর ও গৃদকালিন্দিয়া বাজারে বিএসটিআই, নিরাপদ খাদ্য অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেছে।
১৮ জানুয়ারি সোমবার বিকেলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত মোঃ মোস্তফা কামাল হোসেনের উপস্থিতিতে উপজেলার গৃদকালিন্দিয়া বাজারের আজিজিয়া ও ইসলামিয়া হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও খাদ্যের প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় ভোক্তা অধিকার আইন এবং বিএসটিআই-এর অনুমোদন না থাকায় পৃথক দুটি মামলা (২০১৩-এর ৩৩/৩৫ ধারায়) করা হয়। এ সময় আজিজিয়া ও ইসলামীয়া হোটেলের প্রায় তিন মণ মিষ্টি ও প্রায় ১০০ কেজি দধি কেরোসিন তেল ঢেলে বিনষ্ট করা হয়।
এ দিকে সন্ধ্যায় উপজেলা সদরের ওয়ানস্টার হোটেল, শাহী হোটেল, হাজী আউয়াল সুইটস, আরাফাত কনফেকশনারী, মৌচাক কনফেকশনারী ও জনতা হোটেলকে সতর্ক করে দেয়া হয়।
অভিযানে অংশ নেন জেলা মার্কেটিং অফিসার রেজাউল করিম, বিএসটিআই কর্মকর্তা শহীদুল ইসলাম, নিরাপদ খাদ্য অধিদপ্তরের আনিছুর রহমান এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন।
এদিকে আজিজিয়া হোটেলের ম্যানেজার মঞ্জুর আলম জানান, বিএসটিআই ও পরিবেশে অধিদপ্তরের অনুমোদন যে নিতে হয় সেটি তিনি জানেন না।
ফজর | ৫:০৪ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:২৪ |
মাগরিব | ৬:০৫ |
এশা | ৭:১৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
২০। এবং তোমরা ধন-সম্পদ অতিশয় ভালবাস; ২১। ইহা সংগত নহে। পৃথিবীকে যখন চূর্ণ-বিচূর্ণ করা হইবে, ২২। এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হইবেন ও সারিবদ্ধভাবে ফিরিশ্তাগণও,
সুন্দর গৃহের চেয়ে সৎসঙ্গীই অধিক কাম্য। _রবার্ট গ্রিন। নামাজের সময়সূচি শনিবার : ১৬ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
একজন মূর্খ লোকের সারারাত এবাদতের চেয়ে, একজন শিক্ষিত ব্যক্তির এক ঘন্টা নিদ্রা শ্রেয়।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |