আর মাত্র ৫ দিন বাকি রয়েছে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২১-এর। ২৪ জানুয়ারি বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই নির্বাচন উপলক্ষে এখন পুরো আদালত এলাকায় চলছে নির্বাচনী উৎসবের আমেজ। আদালতের কাজ শুরু হওয়ার আগে এবং আদালত চলাকালীন সময়ে প্রার্থীরা ভোটারদের কাছে কাছে গিয়ে ভোট চাচ্ছেন। ১৮ জানুয়ারি সোমবার সারাদিনই এমন চিত্র দেখা গেছে আদালত চত্বরে।
এবারের নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা লিফলেট ও ভোটারদের কাছ থেকে দোয়া নেয়ার মধ্যে দিয়ে চালাচ্ছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা তাদের ছবি সংযুক্ত লিফলেট দিয়ে ভোটারদের দোয়া চাইছেন।
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এবার আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত ৩০জন প্রার্থী রোববার তাদের মনোনয়নপত্র দাখিল করেন। পরবর্তীতে বিএনপি প্যানেল থেকে সদস্য পদে এক নারী প্রার্থী নির্বাচন করবে না বলে সরে দাঁড়িয়েছেন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা হচ্ছে ২৯৪ জন।
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এবার দু প্যানেলের মধ্যে আওয়ামী লীগ প্যানেল অনেক এগিয়ে রয়েছে। বিএনপি প্যানেলের প্রার্থীদের এবং ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে রয়েছে অনেক দূরত্ব। এ নিয়ে আদালত এলাকা ও ভোটারদের মধ্যেও চলছে বিভিন্ন প্রতিক্রিয়া।
ফজর | ৫:০৪ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:২৪ |
মাগরিব | ৬:০৫ |
এশা | ৭:১৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
২০। এবং তোমরা ধন-সম্পদ অতিশয় ভালবাস; ২১। ইহা সংগত নহে। পৃথিবীকে যখন চূর্ণ-বিচূর্ণ করা হইবে, ২২। এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হইবেন ও সারিবদ্ধভাবে ফিরিশ্তাগণও,
সুন্দর গৃহের চেয়ে সৎসঙ্গীই অধিক কাম্য। _রবার্ট গ্রিন। নামাজের সময়সূচি শনিবার : ১৬ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
একজন মূর্খ লোকের সারারাত এবাদতের চেয়ে, একজন শিক্ষিত ব্যক্তির এক ঘন্টা নিদ্রা শ্রেয়।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |