সারাদেশের ন্যায় চাঁদপুরেও কনকনে ঠা-ায় গায়ে কাঁপন ধরিয়ে দিচ্ছে শীত। বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। খেটে খাওয়া মানুষ গরম কাপড়ের অভাবে শীতে নিদারুণ কষ্টের মধ্যে পড়েছে। সকাল-সন্ধ্যায় খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চলছে। ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। দেশে শীত মৌসুমে আগুন পোহাতে গিয়ে অগি্নদগ্ধ হবার দুর্ঘটনা ঘটে।
শীতের সাথে ঘন কুয়াশা পড়ায় নদীতে যাত্রীবাহী লঞ্চসহ নৌযান চলাচল ঝুঁকির মধ্যে পড়েছে। আবহাওয়া অফিস জানায়, একদিনের ব্যবধানে দেশের অধিকাংশ স্থানে তাপমাত্রা নেমে গেছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। মৃদু থেকে মাঝারি মাত্রায় রূপ নিয়েছে শৈত্যপ্রবাহ। এ পরিস্থিতি আরো দুদিন অব্যাহত থাকতে পারে।
কনকনে ঠা-ায় কাবু হয়ে পড়েছে ছিন্নমূল, চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার মানুষ। শ্রমজীবী অনেকে কাজে বের হতে পারছে না। শীতবস্ত্রের অভাবে নারী, শিশু ও বয়স্করা পড়েছে সবচেয়ে বিপাকে। বেড়ে যাচ্ছে ঠা-াজনিত নানা ধরনের রোগবালাই। সাধারণ মানুষজন বলছে, এবার শীতে গত দু'দিন যাবত সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে। গতকাল সোমবার সূর্যের দেখা মেলেনি। শহর এলাকার চেয়ে গ্রামের মানুষের শীতে কষ্ট বেশি বলে জানা গেছে। ঘন কুয়াশা আর রোদ না থাকায় বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ।
ফজর | ৪:৫৯ |
যোহর | ১২:১০ |
আসর | ৪:২৬ |
মাগরিব | ৬:০৮ |
এশা | ৭:২০ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
২০। এবং তোমরা ধন-সম্পদ অতিশয় ভালবাস; ২১। ইহা সংগত নহে। পৃথিবীকে যখন চূর্ণ-বিচূর্ণ করা হইবে, ২২। এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হইবেন ও সারিবদ্ধভাবে ফিরিশ্তাগণও,
সুন্দর গৃহের চেয়ে সৎসঙ্গীই অধিক কাম্য। _রবার্ট গ্রিন। নামাজের সময়সূচি শনিবার : ১৬ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
একজন মূর্খ লোকের সারারাত এবাদতের চেয়ে, একজন শিক্ষিত ব্যক্তির এক ঘন্টা নিদ্রা শ্রেয়।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |