মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার আধুরভিটি গ্রামের মৃত আব্দুল হাকিম ঢালীর ছেলে প্রবাসী নজরুল ইসলাম ঢালী (৩৫)-এর বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্ত নজরুল ইসলামের স্ত্রী রোকসানা বেগম দাবি করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আধুরভিটি গ্রামের প্রবাসী নজরুল ইসলামের বসতঘরে শুক্রবার রাত পৌনে ১১টায় বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
কান্নাজড়িত কণ্ঠে রোকসানা বেগম বলেন, আমি আমার শাশুড়িকে আনতে ননদের বাড়িতে যাই। রাতে ওই বাড়িতে থাকাবস্থায় ফোনের মাধ্যমে জানতে পারি আমার বসতঘরে আগুন লেগেছে। এসে দেখি আমার সব শেষ। অনেক কষ্টের জমানো অর্থ দিয়ে বাড়িটা নির্মাণ করেছিলাম। আগুনে বাড়ি ও বাড়ির মালামাল সব পুড়ে ছাই হয়ে গেছে। স্বর্ণালঙ্কার, ফ্রিজ, টিভি, নগদ ৪০ হাজার টাকা, আলমারি, খাটসহ ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জীবনে এই ক্ষতি আর পূরণ হবার নয়।
ছেঙ্গারচর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ঢালী ঘটনাস্থল পরিদর্শনে এসে বলেন, অগি্নকা-ের প্রকৃত কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি আগুনে পুড়ে সর্বস্ব হারানো পরিবারকে সরকারিভাবে আর্থিক সহযোগিতা পাওয়ার আশ্বাস দেন।
ফজর | ৫:০৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:২৫ |
মাগরিব | ৬:০৬ |
এশা | ৭:১৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
assets/data_files/web
যার বশ্যতার মধ্যে তোমার স্বার্থ নিহিত, তার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ো না। _এরিস্টিটল।
যে শিক্ষিত ব্যক্তিকে সম্মান করে, সে আমাকে সম্মান করে
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |