চাঁদপুর স্টেডিয়ামে চলমান বঙ্গবন্ধু টি-২০ খেলায় জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আর এ জয়ের ফলে টুর্নামেন্টের নকআউট পদ্ধতির সেমি-ফাইনালে খেলার সুযোগ পেলো শেখ রাসেল ক্রীড়া চক্র। টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ খেলায় আজ সোমবার অংশ নিবে পূর্ব শ্রীরামদী ক্লাব ও আবাহনী ক্রীড়া চক্র।
জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির ব্যবস্থাপনায় ২৯ নভেম্বর রোববারের ম্যাচে অংশ নেয় জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত তালতলা স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র।
খেলায় টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তালতলা ক্লাব। তারা প্রথমে ব্যাট করে ১১৯ রান করেন। জবাবে ১২০ রান করে টুর্নামেন্টের সেমি-ফাইনালে উঠে শেখ রাসেল। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের আজকের শেষ খেলায় যে দল জয়লাভ করবে সেই দলই সুযোগ পাবে সেমি-ফাইনালে উঠার। এই দুটি দলই তাদের গ্রুপের প্রথম খেলায় শহরের রহমতপুর এলাকাস্থ উদয়ন ক্লাবের কাছে হেরেছে।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৩ |
মাগরিব | ৫:৪২ |
এশা | ৬:৫৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৩-সূরা মুতাফ্ফিফীন ৩৬ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১। দুর্ভোগ তাহাদের জন্য যাহারা মাপে কম দেয়, ২। যাহারা লোকের নিকট হইতে মাপিয়া লইবার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে, ৩। এবং যখন তাহাদের জন্য মাপিয়া অথবা ওজন করিয়া দেয়, তখন কম দেয়।
অনেকের নিকট সুযোগ সবার শেষে আসে। -শিলার।
মানবতার সেবায় যিনি নিজের জীবন নিঃশেষে বিলিয়ে দিতে পারেন, তিনিই মহামানব।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |