পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদর মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মিলনায়তনে ঈদে মিলাদুনবী (সাঃ) সাংস্কৃতিক ফাউন্ডেশনের আয়োজনে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওঃ মুহাম্মদ ছানাউল্লাহ নূরীর সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিষ্ণুদী মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোহাম্মদ জসিম উদ্দিন আল-কাদেরী।
বাংলাদশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ নূরুল আলম মামুনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিষ্ণুদী মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওঃ হাবিবুল্লাহ, বাংলাদশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ বজলুর রশিদ সোহেল। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলার সাবেক সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন ও আব্দুল্লাহ আল-আমিন সাকি, সদর উপজেলার সভাপতি হাফেজ মোঃ মাহবুব আলম নিশাত, বিজয়ীদের মধ্যে বক্তব্য রাখেন আবু তৈয়ব মোঃ বাহাউদ্দিন।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১০ |
আসর | ৪:০১ |
মাগরিব | ৫:৪০ |
এশা | ৬:৫৬ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
২০। এবং তোমরা ধন-সম্পদ অতিশয় ভালবাস; ২১। ইহা সংগত নহে। পৃথিবীকে যখন চূর্ণ-বিচূর্ণ করা হইবে, ২২। এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হইবেন ও সারিবদ্ধভাবে ফিরিশ্তাগণও,
assets/data_files/web
সুন্দর গৃহের চেয়ে সৎসঙ্গীই অধিক কাম্য। _রবার্ট গ্রিন। নামাজের সময়সূচি শনিবার : ১৬ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
একজন মূর্খ লোকের সারারাত এবাদতের চেয়ে, একজন শিক্ষিত ব্যক্তির এক ঘন্টা নিদ্রা শ্রেয়।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |