চাঁদপুর আউটার স্টেডিয়ামে মহান বিজয় দিবস বাস্কেটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় জয় পেয়েছে চাঁদপুর আবাহনী ক্রীড়া চক্র। তারা মাত্র ১ পয়েন্টে চাঁদপুুুর সরকারি কলেজের সাথে জয় পায়।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাস্কেটবল উপ-কমিটির ব্যবস্থাপনায় ৪টি দল নিয়ে গতকাল ২৫ নভেম্বর বুধবার বিকেলে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। সভাপতিত্ব করেন বাস্কেটবল উপ-কমিটির কর্মকর্তা মনোয়ার চৌধুরী।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকারসহ অতিথিবৃন্দ।
উদ্বোধনী দিনের খেলায় চাঁসক হারলেও ক্রীড়ামোদী দর্শকদের মন জয় করেছে। দলের উদীয়মান খেলোয়াড় সিয়াম একাই দলের পক্ষে স্কোর করে দর্শকদের মন জয় করে নেয়।
দু দলের খেলোয়াড়রা হলেন : আবাহনী : আকাশ, শাকিল, সৈকত, ওয়াকিল, ছোট সিয়াম, শোভন, মাহিম, ইয়াসিন ও হৃদয়। চাঁসক : রুবেল, সানা, অয়ন, সাদমান, সিয়াম, অভি, তাসি, মামুন ও সিয়াম-২।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৩ |
মাগরিব | ৫:৪২ |
এশা | ৬:৫৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯০-সূরা বালাদ ২০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৫। সে কি মনে করে যে, কখনও তাহার উপর কেহ ক্ষমতাবান হইবে না? ৬। সে বলে, 'আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি।' ৭। সে কি মনে করে যে, তাহাকে কেহ দেখে নাই?
assets/data_files/web
কারো প্রশ্নের জবাব দিতে হলে তা প্রথমে মনোযোগ দিয়ে শোনা। _এমি লাওয়েল।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
যে ব্যক্তি আল্লস্নাহ ও আখেরাতের উপর ঈমান রাখে তার ভালো ও পরিচ্ছন্ন কথা বলা উচিত অথবা নীরব থাকা বাঞ্ছনীয় । পরিচ্ছন্ন কথা হচ্ছে দান কাজের সমতুল্য।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |