ঐতিহ্যবাহী চাঁদপুর সরকারি কলেজে মঙ্গলবার (২৪ নভেম্বর-২০২০) বেলা ১১টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ BdREN (বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক)-এর মাধ্যমে ভার্চুয়াল ক্লাসের উদ্বোধন করেন। প্রফেসর অসিত বরণ দাশ বলেন, আমার জানা মতে, বাংলাদেশের শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়ে BdREN-এর মাধ্যমে ভার্চুয়াল ক্লাস হচ্ছে। আমরা চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য এই কার্যক্রম চালু করেছি। আশা করছি শিক্ষার্থীরা এ থেকে উপকৃত হবে। এতদিন পর্যন্ত আমাদের শ্রেণি কার্যক্রম ফেসবুক লাইভের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন আমরা BdREN-এর ভার্চুয়াল ক্লাস কার্যক্রমে পদার্পণ করলাম। এখন শিক্ষক শিক্ষার্থীরা ফেস টু ফেস শ্রেণি কার্যক্রমে অংশ নিতে পারবে। অনার্স বিভাগের ক্লাসগুলো এখন থেকে BdREN এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। তিনি এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট আইটি বিশেষজ্ঞ কমিটি, অনলাইন কমিটি বিশেষ করে পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ ইফতিখার উদ্দিন খানসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
উদ্বোধন পর্বে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ ওয়াহিদুজ্জামান, শিক্ষক পরিষদ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউএম হাসান শাহরিয়ার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ প্রতি বিভাগ থেকে পাঁচজন করে শিক্ষার্থী অনলাইনে সংযুক্ত ছিলো।
ফজর | ৫:২২ |
যোহর | ১২:১২ |
আসর | ৪:০৬ |
মাগরিব | ৫:৪৫ |
এশা | ৭:০০ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮২-সূরা ইন্ফিতার ১৯ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১। আকাশ যখন বিদীর্ণ হইবে, ২। যখন নক্ষত্রম-লী বিক্ষিপ্তভাবে ঝরিয়া পড়িবে, ৩। সমুদ্র যখন উদ্বেলিত হইবে, ৪। এবং যখন কবর উন্মোচিত হইবে,
সাহায্য করা ভালো কিন্তু সাহায্য যেন কাউকে অলস করে না তোলে। -ডাবিস্নউ এস গিলবার্ট।
অভ্যাগত অতিথির যথাসাধ্য সম্মান করা প্রত্যেক মুসলমানের অবশ্য কর্তব্য।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |