চাঁদপুরে নিরাপদ খাদ্য আইনে অপরিচ্ছন্নতা, নিম্নমানের পণ্য বিক্রয়, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়, পণ্যের মূল্যের স্থানে ঘষামাঝাসহ নানা কারণে শহরের ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ২৩ নভেম্বর সোমবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসাইন। এ সময় চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিম হোসেন শেখ, জেলা স্যানেটারী ইন্সপেক্টর এসএম সাইফুদ্দিন, ফুড ইন্সপেক্টর নাছির উদ্দিন, চাঁদপুর মডেল থানার এএসআই জ্ঞানময়সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মামলা দায়েরকৃত প্রতিষ্ঠানগুলো হলো : এলিট চাইনিজ এন্ড রেস্টুরেন্ট, লঞ্চঘাট এলাকার রিয়াদ স্টোর, সিকদার স্টোর, মাইন স্টোর, মামুন স্টোর, বিআইডবিস্নউটিএ ক্যান্টিন, সেলিম হোটেল ও শহরের কালীবাড়ি এলাকার ভূঁইয়া বিগবাজার।
জেলা স্যানেটারী ইন্সপেক্টর এসএম সাইফুদ্দিন জানান, নানা অনিয়মের কারণে ৮টি প্রতিষ্ঠানেরর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে এলিট চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টার, লঞ্চঘাট এলাকার রিয়াদ স্টোর, সিকদার স্টোর, মাইন স্টোর, মামুন স্টোর, বিআইডবিস্নউটিএ ক্যান্টিন ও সেলিম হোটেলকে ৩ ডিসেম্বর এবং শহরের কালীবাড়ি এলাকার ভূঁইয়া বিগ বাজারকে ৭ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করা হয়। অভিযানে কিছু পণ্য জব্দ করা হয়।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৩ |
মাগরিব | ৫:৪২ |
এশা | ৬:৫৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮১-সূরা তাকভীর ২৯ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ২৫। এবং ইহা অভিশপ্ত শয়তানের বাক্য নহে। ২৬। সুতরাং তোমরা কোথায় চলিয়াছ? ২৭। ইহা তো শুধু বিশ্বজগতের জন্য উপদেশ, ২৮। তোমাদের মধ্যে যে সরল পথে চলিতে চাহে, তাহার জন্য। ২৯। তোমরা ইচ্ছা করিবে না, যদি জগতসমূহের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করেন।
যে ব্যক্তি জীবনে শক্তির স্বাদ পায়নি তার জীবন বৃথা। -সক্রেটিস।
যে শিক্ষা গ্রহণ করে তার মৃত্যু নেই।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |