চাঁদপুরে পদ্মা-মেঘনাসহ দেশের বিভিন্ন নদ-নদীতে ২২ দিনে ৫১ শতাংশের বেশি ইলিশ ডিম ছেড়েছে বলে মৎস্য কর্মকর্তা জানিয়েছেন।
চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ইলিশ গবেষক মোঃ আনিসুর রহমান বলেন, গত ১৪ অক্টোবর থেকে ২২ দিন মাছ ধরা বন্ধ থাকার সময় ৫১ দশমিক ২ শতাংশ ইলিশ ডিম ছেড়েছে বলে তাদের অনুসন্ধানে ধরা পড়েছে।
এই সংখ্যা গত বছরের তুলনায় দুই শতাংশের বেশি জানিয়ে তিনি বলেন, এর ফলে এ বছর নতুন করে আরও প্রায় ৩৭ হাজার ৮০০ কোটি ইলিশের পোনা উৎপন্ন হবে বলে আশা করা হচ্ছে।
আশি্বনের ভরা পূর্ণিমা ও আমবশ্যাকে কেন্দ্র করে নদীতে ডিম ছাড়ে মা ইলিশ। এ জন্য ইলিশের প্রজনন মৌসুমে চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ দেশের বিভিন্ন উপকূলীয় নদীগুলোকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। সেখানে প্রতিবছর ১৪ অক্টোবর থেকে ২২ দিন মাছ ধরা বন্ধ রাখা হয়।
আনিসুর রহমান বলেন, সরকারের এই পদক্ষেপে প্রতিবছর ইলিশ উৎপাদন বাড়ছে। ২০১৬ সালে ৪৩ দশমিক ৪৫ শতাংশ, ২০১৭ সালে ৪৬ দশমিক ৪৭ শতাংশ, ২০১৮ সালে ৪৭ দশমিক ৭৫ শতাংশ এবং ২০১৯ সালে ৪৮ দশমিক ৯২ শতাংশ বেশি ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেয়েছে। সূত্র : বিডি নিউজ টুয়েন্টি ফোর।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৩ |
মাগরিব | ৫:৪২ |
এশা | ৬:৫৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮১-সূরা তাকভীর ২৯ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ২৫। এবং ইহা অভিশপ্ত শয়তানের বাক্য নহে। ২৬। সুতরাং তোমরা কোথায় চলিয়াছ? ২৭। ইহা তো শুধু বিশ্বজগতের জন্য উপদেশ, ২৮। তোমাদের মধ্যে যে সরল পথে চলিতে চাহে, তাহার জন্য। ২৯। তোমরা ইচ্ছা করিবে না, যদি জগতসমূহের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করেন।
যে ব্যক্তি জীবনে শক্তির স্বাদ পায়নি তার জীবন বৃথা। -সক্রেটিস।
যে শিক্ষা গ্রহণ করে তার মৃত্যু নেই।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |