ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সদ্য সাবেক চেয়ারম্যান ও বর্তমান অধ্যাপক এবং ঢাবির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মতলব উত্তরের কৃতী সন্তান ড. মোঃ মফিজুর রহমানের্ল্ল্ল সাথে চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত শনিবার চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, সহ-সভাপতি রহিম বাদশা, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন শান্ত ও সাংস্কৃতিক সম্পাদক একে আজাদ ড. মফিজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এদিন সন্ধ্যায় ড. মফিজুর রহমানের সাথে তাঁর প্রভোস্ট অফিসে গিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
প্রায় সোয়া এক ঘণ্টার মতো এ সৌজন্য সাক্ষাতের সময় ড. মফিজুর রহমানের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দ সাংবাদিকতার নানা বিষয় নিয়ে কথা বলেন, অনেক বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করেন। প্রফেসর মফিজুর রহমান প্রাণ খুলে চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং বিভিন্ন জানার বিষয়ে অবহিত করেন। পুরো সময়টি ছিলো বেশ আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ। প্রফেসর মফিজুর রহমানের আতিথেয়তায় চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ মুগ্ধ হন। নেতৃবৃন্দ প্রফেসর মফিজুর রহমানকে চাঁদপুর প্রেসক্লাবের পঞ্চাশ বছরপূর্তি তথা সুবর্ণ জয়ন্তী উৎসবে আগাম আমন্ত্রণ জানান। তিনি সাদরে এ আমন্ত্রণ গ্রহণ করেন।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৩ |
মাগরিব | ৫:৪২ |
এশা | ৬:৫৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮১-সূরা তাকভীর ২৯ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ২৫। এবং ইহা অভিশপ্ত শয়তানের বাক্য নহে। ২৬। সুতরাং তোমরা কোথায় চলিয়াছ? ২৭। ইহা তো শুধু বিশ্বজগতের জন্য উপদেশ, ২৮। তোমাদের মধ্যে যে সরল পথে চলিতে চাহে, তাহার জন্য। ২৯। তোমরা ইচ্ছা করিবে না, যদি জগতসমূহের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করেন।
যে ব্যক্তি জীবনে শক্তির স্বাদ পায়নি তার জীবন বৃথা। -সক্রেটিস।
যে শিক্ষা গ্রহণ করে তার মৃত্যু নেই।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |