চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের ব্যাংক কলোনীতে গ্যাস সঙ্কট দেখা দিয়েছে। ওই এলাকায় গত ৪ মাস যাবত সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আবসিক গ্যাস বন্ধ থাকে। যার কারণে শত শত পরিবারের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাখারবাদ গ্যাস সিস্টেম কোম্পানী লিমিটেড চাঁদপুর আঞ্চলিক অফিসে স্থানীয়রা মৌখিক ও লিখিত অভিযোগ জানিয়ে এ পর্যন্ত কোনো সুরাহা পাননি। যার কারণে এসব পরিবার সিলিন্ডার গ্যাসও ব্যবহার করছে এবং প্রতিমাসে গ্যাস বিলও দিতে হচ্ছে।
জানা গেছে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কয়েকদিন ২৪ ঘণ্টা গ্যাস থাকলেও গত এক সপ্তাহ আবারও পূর্বের অবস্থা। গৃহিণীরা ক্ষোভ করে এ প্রতিনিধিকে জানান, আমরা নিয়মিত গ্যাস বিল পরিশোধ করছি, আবার গ্যাস সঙ্কটে ভুগছি। এটা কোনো অবস্থাতেই সহ্য করার মতো নয়।
গতকাল ২৭ সেপ্টেম্বর রোববার সকাল ১১টার দিকে উল্লেখিত এলাকার অধিকাংশ বাসা-বাড়িতে গৃহিণীদের সাথে আলাপ করে একই রকম তথ্য পাওয়া গেছে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাস পুরোপুরি বন্ধ থাকে। যার কারণে রাতে খাবার রান্না করতে হয়। নাসরিন বেগম বলেন, গ্যাস ও সিলিন্ডার গ্যাস দুটোই অনেক সময় ব্যবহার করতে হয়।
আমেনা বেগম জানান, গ্যাসের সঙ্কট নিয়ে গ্যাস অফিসে একাধিকবার অভিযোগ করেও কোনো সুরাহা পাইনি। আমরা গ্যাস সঙ্কটের মাঝেও গ্যাস বিল নিয়মিত পরিশোধ করছি। অথচ আমাদের দুঃখ-দুর্দশা গ্যাস কোম্পানির লোকেরা বোঝার চেষ্টা করে না। গ্যাসের এই সঙ্কট নিরসনে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সমাধানের দাবি জানিয়েছেন।
ফজর | ৫:০৪ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:২৪ |
মাগরিব | ৬:০৫ |
এশা | ৭:১৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮১-সূরা তাকভীর ২৯ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ২১। যাহাকে সেথায় মান্য করা হয়, যে বিশ্বাস ভাজন। ২২। আর তোমাদের সাথী উন্মাদ নহে, ২৩। সে তো তাহাকে স্পষ্ট দিগন্তে দেখিয়াছে, ২৪। সে অদৃশ্য বিষয় সম্পর্কে কৃপণ নহে।
ঘুম পরিশ্রমী মানুষকে সৌন্দর্য প্রদান করে। -টমাস ডেককার।
ধর্মের পর জ্ঞানের প্রধান অংশ হচ্ছে মানবপ্রেম-আর পাপী পুণ্যবান নির্বিশেষে মানুষের মঙ্গল সাধন।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |