চাঁদপুর শহরের পুরাণবাজার চাউল পট্টিতে চাল ব্যবসায়ী সমিতির সভাপতির ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শনিবার রাত দশটার পর এই চুরির ঘটনাটি ঘটে। কমিউনিটি পুলিশ ও চুরি হওয়া প্রতিষ্ঠানের কর্মচারীদের সহযোগিতায় আছলাম (২৮) ও রুবেল (২৫) নামে দুই চোরকে রোববার পুরানবাজার ফাঁড়ি পুলিশ গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে।
জানা যায়, পূর্ব পরিকল্পিতভাবে চোর চাউল পট্টির মেসার্স মদিনা ট্রেডার্সের পেছনের দরজার আংটা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে সিন্দুকের তালা ভেঙ্গে ফেলে। কিন্তু সিন্দুকে ব্যবসায়ীর তেমন টাকা পয়সা না থাকায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন মদিনা ট্রেডার্সের মালিক ও পৌর আওয়ামী লীগ নেতা হাজী আবুল কাসেম গাজী। গদিঘর লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন জানান, ধৃত আসলাম ও রুবেল বাজারের স্থায়ী কোনো লেবার নন। তারা বিপ্লব পালের গদিঘরে আলগা লেবার হিসেবে কাজ করতো।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১০ |
আসর | ৪:০০ |
মাগরিব | ৫:৩৯ |
এশা | ৬:৫৫ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮১-সূরা তাকভীর ২৯ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ২১। যাহাকে সেথায় মান্য করা হয়, যে বিশ্বাস ভাজন। ২২। আর তোমাদের সাথী উন্মাদ নহে, ২৩। সে তো তাহাকে স্পষ্ট দিগন্তে দেখিয়াছে, ২৪। সে অদৃশ্য বিষয় সম্পর্কে কৃপণ নহে।
ঘুম পরিশ্রমী মানুষকে সৌন্দর্য প্রদান করে। -টমাস ডেককার।
ধর্মের পর জ্ঞানের প্রধান অংশ হচ্ছে মানবপ্রেম-আর পাপী পুণ্যবান নির্বিশেষে মানুষের মঙ্গল সাধন।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |