সাবেক প্রধানমন্ত্রী মরহুম মিজানুর রহমান চৌধুরীর ছোট বোন এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল্লাহ মিজান রাজু চৌধুরীর ফুফু খোদেজা খানম ১৯ অক্টোবর বিকেল ৪টার সময় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
এদিন বাদ এশা গুলশান সোসাইটি জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম এবং গতকাল ২০ অক্টোবর মঙ্গলবার সকাল দশটায় চাঁদপুর শহরের পুরাণবাজার মিজান চৌধুরী বাড়ির বাইতুল হাফিজ জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও মরহুমার ভ্রাতুষ্পুত্র আমানুল্লাহ মিজান রাজু চৌধুরী, মরহুমার জামাতাসহ অন্যান্য আত্মীয়-স্বজন এবং ধর্মপ্রাণ মুসলি্লগণ জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মরহুমা খোদেজা খানমের স্বামী আঃ রব স্বাধীনতা যুদ্ধের সময় পাকবাহিনীর গুলিতে শহীদ হন। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম আবু তাহের দুলালের বড় খালাম্মা।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৩ |
মাগরিব | ৫:৪২ |
এশা | ৬:৫৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৭৮-সূরা নাবা' ৪০ আয়াত, ২ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৩৭। যিনি প্রতিপালক আকাশমণ্ডলী, পৃথিবী ও উহাদের অন্তর্বতী সমস্ত কিছুর, যিনি দয়াময়; তাঁহার নিকট আবেদন-নিবেদনের শক্তি তাহাদের থাকিবে না। ৩৮। সেইদিন রূহ ও ফিরিশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াইবে; দয়াময় যাহাকে অনুমতি দিবেন সে ব্যতীত অন্যেরা কথা বলিবে না এবং সে যথার্থ বলিবে।
প্রত্যেক রাষ্ট্রের ভিত হল সে দেশের শিক্ষিত যুবশক্তি। -ডায়োগনেস।
যার দ্বারা মানবতা উপকৃত হয়, মানুষের মধ্যে তিনি উত্তম পুরুষ।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |