চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা বাজারের পাশে সওজের খাল থেকে অজ্ঞাত শিশুর (৭ মাস) লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুটিকে উপুড় হয়ে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। শিশুটির শরীরের অধিকাংশ অংশে পোকা ধরে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা চাঁদপুর কণ্ঠকে জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জাহাঙ্গীর আলম পাটোয়ারী জানান, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা বাজারের পূর্ব অংশে খলাপাড়া গ্রামের সওজের উত্তর পাশের অংশের খালে অজ্ঞাত শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা। এ সময় লাশটি পানির মধ্যে উপুড় হয়ে ভাসতে দেখে পুলিশে খবর দেয়া হয়। শিশুটির গায়ে ধূসর রংয়ের একটি সেন্ডু গেঞ্জি রয়েছে।
স্থানীয়রা ধারণা করছেন, শিশুটি কোনো না কোনো নারীর অবৈধ মেলামেশার ফল। তাই হয়তো ভূমিষ্ট হওয়ার পরেই গোপনে খালে ফেলে দেয়া হয়েছে। তবে যেহেতু লাশটি ফুলে ফেঁপে গেছে, সেহেতু ক'দিন আগে পানিতে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, লাশ উদ্ধারের জন্যে উপ-পরিদর্শক রবিউল আলমকে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার শেষে ময়না তদন্তের জন্যে পাঠানো হবে। তবে ধারণা করা হচ্ছে, শিশুটি অসময়ে ভূমিষ্ট হওয়া গর্ভজাত কোনো শিশু হবে হয়তো। তারপরে আমরা শিশুটির অভিভাবককে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাবো।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১০ |
আসর | ৪:০০ |
মাগরিব | ৫:৩৯ |
এশা | ৬:৫৫ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
২০। এবং তোমরা ধন-সম্পদ অতিশয় ভালবাস; ২১। ইহা সংগত নহে। পৃথিবীকে যখন চূর্ণ-বিচূর্ণ করা হইবে, ২২। এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হইবেন ও সারিবদ্ধভাবে ফিরিশ্তাগণও,
assets/data_files/web
সুন্দর গৃহের চেয়ে সৎসঙ্গীই অধিক কাম্য। _রবার্ট গ্রিন। নামাজের সময়সূচি শনিবার : ১৬ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
একজন মূর্খ লোকের সারারাত এবাদতের চেয়ে, একজন শিক্ষিত ব্যক্তির এক ঘন্টা নিদ্রা শ্রেয়।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |