কচুয়ায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মাওলানা জাকারিয়া মাহমুদ ও শাহাদাত হোসেন মানিক সরকার দু'জনই করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। শুক্রবার তাদের নমুনা রিপোর্ট পজিটিভ আসে।
জানা যায়, গত ১৭ মে রোববার সন্ধ্যায় করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট নিয়ে মারা যান উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা পূর্ব পাড়ার প্রধানিয়া বাড়ির মাওলানা জাকারিয়া মাহমুদ। ১৯ মে মঙ্গলবার রাতে করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট নিয়ে মারা যান উপজেলার পালগিরি গ্রামের শাহাদাত হোসেন মানিক সরকার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাহ উদ্দিন মাহমুদ জানান, মাওলানা জাকারিয়া মাহমুদ ও মানিক সরকার করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর তাদের দুজনের নমুনা সংগ্রহ করি। শুক্রবার নমুনা রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৪ |
মাগরিব | ৫:৪৩ |
এশা | ৬:৫৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৬৯-সূরা হাক্কা : ৫২ আয়াত, ২ রুকু, মক্কী ১৬। এবং আকাশ বিদীর্ণ হইয়া যাইবে আর সেই দিন উহা বিশ্লিষ্ট হইয়া পরিবে। ১৭। ফিরিশ্তাগণ আকাশের প্রান্তদেশে থাকিবে এবং সেই দিন আটজন ফিরিশ্তা তোমার প্রতিপালকের আরশকে ধারণ করিবে তাহাদের ঊধর্ে্ব।
বেদনা হচ্ছে পাপের শাস্তি। -বুদ্ধদেব।
স্বভাবে নম্রতা অর্জন কর।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |