করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ফরিদগঞ্জে পাল্লা দিয়ে বাড়ছে। সর্বশেষ শুক্রবার দুপুরে ৪টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩জনের পজিটিভ আসে। এরা হলেন ফরিদগঞ্জ হাসপাতালের সাবেক স্টাফ ও বর্তমানে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্টাফ করোনা আক্রান্ত দুলাল হোসেনের স্ত্রী ও তার দুই ছেলে-মেয়ে। এ নিয়ে ফরিদগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪ জনে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ১১৩ জনের। এর মধ্যে ২২ মে শুক্রবার পর্যন্ত রিপোর্ট এসেছে ৭৬ জনের। এখনো অপেক্ষমান রয়েছে ৩৭ জনের রিপোর্ট। এর মধ্যে করোনা আক্রান্ত গোবিন্দপুর উত্তর ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরী, ওই ইউনিয়নের স্বাস্থ্যকর্মী শরীফ খানের পরিবারের সদস্যদের এবং মৃত্যুবরণকারী শাহআলম পাটওয়ারীর স্বজনদের নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হলেও এখনো রিপোর্ট আসে নি। এছাড়া লক্ষ্মীপুর থেকে ফরিদগঞ্জে আসা শিমুল দাস নামে এক ব্যক্তির দ্বিতীয় বার নমুনা নেয়া হলেও তার রিপোর্টও আসেনি।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:০৯ |
আসর | ৩:৫৯ |
মাগরিব | ৫:৩৭ |
এশা | ৬:৫৪ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৬৯-সূরা হাক্কা : ৫২ আয়াত, ২ রুকু, মক্কী ১৬। এবং আকাশ বিদীর্ণ হইয়া যাইবে আর সেই দিন উহা বিশ্লিষ্ট হইয়া পরিবে। ১৭। ফিরিশ্তাগণ আকাশের প্রান্তদেশে থাকিবে এবং সেই দিন আটজন ফিরিশ্তা তোমার প্রতিপালকের আরশকে ধারণ করিবে তাহাদের ঊধর্ে্ব।
বেদনা হচ্ছে পাপের শাস্তি। -বুদ্ধদেব।
স্বভাবে নম্রতা অর্জন কর।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |