চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির অনুপ্রেরণায় ঈদ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর শহর কমিটির সভাপতি বিশিষ্ট সংগঠক রোটারিয়ান রিপন সাহা। বৈশি্বক মহামারী করোনাভাইরাস (কোভিড ১৯)-এ ক্ষতিগ্রস্ত কর্মহীন অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলার লক্ষ্যে তিনি নীরবে নিভৃতে প্রায় শতাধিক পরিবারের বাড়ি ঘরে গিয়ে দুই রকমের সেমাই, চিনি, তেল ও চিনিগুড়া চাউলের প্যাকেট ঈদসামগ্রী হিসেবে পেঁৗছে দেন। রোটারিয়ান রিপন সাহা জানান, করোনার কারণে অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েছে। যাদের অনেকেই মুখ ফুটে কারো কাছে হাত পেতে কিছু চাইতে পারছে না। আবার চাইতে গেলেও তাদের দুরবস্থার কথা অনেকের বিশ্বাস হচ্ছে না। বাংলাদেশ সামপ্রদায়িক সমপ্রীতির দেশ, এখানে আমরা সকলেই সকলের উৎসব, অনুষ্ঠানে মহাআনন্দে যোগ দেই, উপভোগ করি উৎসবের আনন্দ। কিন্তু বর্তমান করোনা মহামারীর কারণে অনেকের সাধ্য হবে না এ উৎসব ব্যাপকভাবে পালন করার। তাই আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সেবামূলক কাজে অনুপ্রাণিত হয়ে চেষ্টা করেছি কর্মহীন অসহায় মানুষের মাঝে সামান্য কিছু ঈদসামগ্রী তুলে দিতে। করোনার প্রথম দিকেও কর্মহীন অসহায় মানুষের মাঝে কিছু খাদ্য সহায়তা প্রদান করেছি। আমি মনে করি, সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা এ দুর্যোগ কাটিয়ে সকলের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারব।
ঈদসামগ্রী বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর শহর কমিটির সাধারণ সম্পাদক ভাস্কর দাস, সিনিয়র সহ-সভাপতি লিটন সাহা, সহ-সভাপতি সুবল চন্দ্র ঘোষ, সদস্য বিশ্বনাথ ঘোষ, বাপ্পী মন্ডলসহ সংগঠনের নেতৃবৃন্দ।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:০৯ |
আসর | ৩:৫৯ |
মাগরিব | ৫:৩৭ |
এশা | ৬:৫৪ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৬৯-সূরা হাক্কা : ৫২ আয়াত, ২ রুকু, মক্কী ১৬। এবং আকাশ বিদীর্ণ হইয়া যাইবে আর সেই দিন উহা বিশ্লিষ্ট হইয়া পরিবে। ১৭। ফিরিশ্তাগণ আকাশের প্রান্তদেশে থাকিবে এবং সেই দিন আটজন ফিরিশ্তা তোমার প্রতিপালকের আরশকে ধারণ করিবে তাহাদের ঊধর্ে্ব।
বেদনা হচ্ছে পাপের শাস্তি। -বুদ্ধদেব।
স্বভাবে নম্রতা অর্জন কর।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |