রোজা যদি ২৯টি হয় তাহলে আজ ২৩ মে শনিবার বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদের দেখা মিলবে। তখন আজকের রাতটি হবে ঈদুল ফিতরের রাত, যা ইসলামের দৃষ্টিতে খুবই মর্যাদাপূর্ণ একটি রাত। আর তখন আগামীকাল ২৪মে রোববার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। অন্যদিকে রমজান মাস যদি ত্রিশদিন পূর্ণ হয় তাহলে আগামীকাল হবে ৩০ রোজা। তখন ২৫মে হবে ঈদুল ফিতর। আর এ সিদ্ধান্ত আজ সন্ধ্যার পরই জাতীয় চাঁদ দেখা কমিটির মাধ্যমে জানা যাবে। কিন্তু বৈশি্বক মহামারী কোভিড-১৯-এর ব্যাপক প্রাদুর্ভাবে সবাই এবারকার ঈদুল ফিতরে সংযত আনন্দ-আবেগ প্রকাশ করবে।
ফজর | ৫:০৭ |
যোহর | ১২:১২ |
আসর | ৪:২৩ |
মাগরিব | ৬:০৪ |
এশা | ৭:১৬ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৬৯-সূরা হাক্কা : ৫২ আয়াত, ২ রুকু, মক্কী ১৬। এবং আকাশ বিদীর্ণ হইয়া যাইবে আর সেই দিন উহা বিশ্লিষ্ট হইয়া পরিবে। ১৭। ফিরিশ্তাগণ আকাশের প্রান্তদেশে থাকিবে এবং সেই দিন আটজন ফিরিশ্তা তোমার প্রতিপালকের আরশকে ধারণ করিবে তাহাদের ঊধর্ে্ব।
বেদনা হচ্ছে পাপের শাস্তি। -বুদ্ধদেব।
স্বভাবে নম্রতা অর্জন কর।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |