মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন পরিষদ পুরাণবাজার, চাঁদপুর-এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 'সময় আলোকিত হোক, একুশের চেতনায়' এ শ্লোগানে ধারাবাহিক পথচলার ৫১ বছর একুশ উদ্যাপনে পুরাণবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিটে শুরু হবে একুশের জাগরণী অনুষ্ঠান।
আজ ভোর ৬টায় জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, সকাল ৮টায় প্রভাতফেরি, সকাল ৭টায় শপথ অনুষ্ঠান, ৮টা ১৫ মিনিটে পুষ্পস্তবক অর্পণ, দুপুর দেড়টায় মসজিদে দোয়া ও মন্দিরে বিশেষ প্রার্থনা, সন্ধ্যা ৬টায় আলোচনা সভা ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে উদয়ন কচি-কাঁচার মেলা ও উদয়ন সঙ্গীত বিদ্যালয়, রাত সাড়ে ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান 'রক্তের দাগে দাগে এশো', পরিবেশনায় স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী।
উক্ত কর্মসূচি সফল করার জন্যে সবাইকে অনুরোধ জানিয়েছেন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পারিষদ পুরাণবাজার, চাঁদপুর-এর সভাপতি ফয়েজ আহমদ মন্টু ও মহাসচিব মুক্তিযোদ্ধা ব্যাংকার মুজিবুর রহমান।
উল্লেখ্য, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পক্ষকালব্যাপি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে পুরাণবাজার উদ্যাপন পরিষদ। সেই প্রতিযোগিতারও পুরস্কার কেন্দ্রীয় শহীদ মিনারের অনুষ্ঠানে বিতরণ করা হবে।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:০৯ |
আসর | ৩:৫৮ |
মাগরিব | ৫:৩৭ |
এশা | ৬:৫৩ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১২। এবং সেথায় অশান্তি বৃদ্ধি করিয়াছিল। ১৩। অতঃপর তোমার প্রতিপালক উহাদের উপর শাস্তির কষাঘাত হানিলেন। ১৪। তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন।
assets/data_files/web
প্রকৃতি বিধাতার অমূল্য দান। _টমাস
যাহার একদিনের সংস্থান আছে ভিক্ষা করা তাহার জন্য নিষিদ্ধ।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |