চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির স্বামী বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডঃ তৌফিক নাওয়াজের সুস্থতা কামনা করে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ অক্টোবর মঙ্গলবার রাতে চাঁদপুর শহরস্থ শ্রী শ্রী কালীবাড়ি মন্দির কমিটি এ প্রার্থনা সভার আয়োজন করে। এদিন তারা রাতে দেবী দুর্গা প্রতিমার কাঠামো বির্সজনের পর মন্দির প্রাঙ্গণে দেশ ও জাতির কল্যাণ কামনায় শান্তির জল গ্রহণপূর্বক দেবী চরণে অঞ্জলি প্রদান শেষে এ প্রার্থনার আয়োজন করেন।
তারা বলেন, মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আমাদের চাঁদপুরের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। আজ দীর্ঘদিন ধরে তার স্বামী বিশিষ্ট আইনজীবী তৌফিক নাওয়াজ অসুস্থ অবস্থায় ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা দেবী চরণে প্রার্থনা জানাই, সহসাই যাতে তৌফিক নাওয়াজ সুস্থ হয়ে উঠেন এবং ডাঃ দীপু মনি যাতে মানসিক শান্তি লাভ করেন।
প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডঃ রঞ্জিত রায় চৌধুরী, সদর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, মন্দির কমিটির গোবিন্দ সাহা, প্রবীর পোদ্দার, তমাল কুমার ভৌমিক, অরুপ কুমার শ্যাম, সঞ্জিত পোদ্দার, বিকাশ মজুমদার টিটু, গৌতম বর্ধন, অমল রক্ষিত মনা, অজয় মজুমদার, সুভাষ চন্দ্র সাহা, মানিক ঘোষ, বেনু লাল মজুমদার, লিটন মজুমদার, লিটন দাস, মন্দির কমিটির সদস্যসহ সাধারণ ভক্তবৃন্দ।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:০৯ |
আসর | ৩:৫৯ |
মাগরিব | ৫:৩৭ |
এশা | ৬:৫৪ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
assets/data_files/web
প্রকৃতি বিধাতার অমূল্য দান। _টমাস
যাহার একদিনের সংস্থান আছে ভিক্ষা করা তাহার জন্য নিষিদ্ধ।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |