ফজর | ৫:০৭ |
যোহর | ১১:৫০ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৫ |
এশা | ৬:৩২ |
সৌজন্যে- হোটেল অস্টার ইকো
কলাতলী, কক্সবাজার
মুঠোফোন : ০১৭৭৭৬৩১৬৯১, ১৮১২৫১৬৫৯০
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৫৮-সূরা মুজাদালা ২২ আয়াত, ৩ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ২০। যাহারা আল্লাহ ও তাঁহার রাসূলের বিরুদ্ধাচরণ করে, তাহারা হইবে চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। ২১। আল্লাহ সিদ্ধান্ত করিয়াছেন, আমি অবশ্যই বিজয়ী হইব এবং আমার রাসূলগণও। নিশ্চয় আল্লাহ শক্তিমান, পরাক্রমশালী।
assets/data_files/web
অসহায় দরিদ্রের যে অনুগ্রহ করে ভবিষ্যতে সে-ই নেতা হতে পারবে। -উইল রোজার।
যে ভিক্ষাবৃত্তির দ্বার খুলিয়াছে, আল্লাহতায়ালা তাহার জন্য দরিদ্রতার দ্বার খুলিবেন।
|
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নে বকচড় গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূর হাতে শ্বশুর ও ভাসুর প্রহৃত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ৯ অক্টোবর সকাল আনুমানিক ১০টায়। এ ব্যাপারে শ্বশুর মোঃ আব্দুল লতিফ বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে : বকচড় গ্রামের ওহাব আলী প্রধানের পুত্র শ্বশুর মোঃ আব্দুল লতিফ ও আব্দুল লতিফ মিয়ার পুত্র ভাসুর মোঃ জজ মিয়াকে গৃহবধূ মরিয়ম বেগম তার ভাইদেরকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে বেদমভাবে প্রহার করেছেন। এতে শ্বশুর আব্দুল লতিফ ও ভাসুর মোঃ জজ মিয়া গুরুতর আহত হয়। এদের মধ্যে শ্বশুর আব্দুল লতিফ মিয়াকে মতলব সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা আরো জানান, পিতাম্বর্দী গ্রামের আলী হোসেনের পুত্র মোঃ শরীফ ও মোঃ আরিফ এলাকার বিভিন্ন অপকর্ম ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত। ঐদিন তারা আমাদেরকে মেরে ফেলার জন্য দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। ডাক চিৎকারে আশেপাশের লোকজন দৌড়ে এসে আমাদেরকে রক্ষা করে। আরিফ ও শরীফ এলাকার মাদক, ইয়াবাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে আহতরা জানান। সন্ত্রাসীরা আমাদের কাছ থেকে ২৫ হাজার টাকা মূল্যের ১টি মোবাইল ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
হ্যাঁ | না | মতামত নেই |