হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহানবমীর দিনে চাঁদপুরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান (পিপিএম, বার)।
সোমবার রাতে তিনি হাইমচরের পূজামন্ডপ পরিদর্শন শেষে চাঁদপুর শহরের হরিসভা মন্দির কমপ্লেঙ্ ঘুরে দেখেন এবং হরিসভা সার্বজনীন দুর্গাপূজা কমিটির নেতৃবৃন্দ ও পূজারীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, সামপ্রদায়িক সমপ্রীতির বাংলাদেশে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকলে মিলে শান্তিপূর্ণভাবে এ উৎসব উদ্যাপন করা হয়। তিনি বলেন, আমরা চাই যার যার ধর্ম প্রত্যেকে শান্তিপূর্ণভাবে পালন করবে। আনন্দটা সবাই মিলে ভাগ করে নেবে। সেটাই হচ্ছে সকল ধর্মের মাহাত্ম, মূল মর্মার্থ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ধর্ম পালনের পাশাপাশি তাদের পাশে থেকে একে অপরকে সহযোগিতার বন্ধনে আবদ্ধ করতে পারি। চাঁদপুরে দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশ দেখে তিনি বলেন, সত্যি, চাঁদপুরে পূজার পরিবেশ অসাধারণ।
জেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক বিমল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন, ওসি (তদন্ত) হারুনুর রশীদ, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর শহীদ হোসেন, এসআই জাহাঙ্গীর আলম, হরিসভা দুর্গাপূজা কমিটির সভাপতি উমেষ সাহা, সাধারণ সম্পাদক শম্ভুনাথ সাহা, স্থানীয় আওয়ামী লীগ নেতা কামাল হাওলাদারসহ হিন্দু ধর্মীয় অন্যরা এবং অগণিত মানুষ।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৪ |
মাগরিব | ৫:৪৩ |
এশা | ৬:৫৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
assets/data_files/web
কারো প্রশ্নের জবাব দিতে হলে তা প্রথমে মনোযোগ দিয়ে শোনা। _এমি লাওয়েল।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
যে ব্যক্তি আল্লস্নাহ ও আখেরাতের উপর ঈমান রাখে তার ভালো ও পরিচ্ছন্ন কথা বলা উচিত অথবা নীরব থাকা বাঞ্ছনীয় । পরিচ্ছন্ন কথা হচ্ছে দান কাজের সমতুল্য।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |