ফজর | ৫:১০ |
যোহর | ১১:৫২ |
আসর | ৩:৩৭ |
মাগরিব | ৫:১৬ |
এশা | ৬:৩৩ |
সৌজন্যে- হোটেল অস্টার ইকো
কলাতলী, কক্সবাজার
মুঠোফোন : ০১৭৭৭৬৩১৬৯১, ১৮১২৫১৬৫৯০
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৫৯-সূরা হাশ্র ২৪ আয়াত, ৩ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
৫। তোমরা যে খর্জুর বৃক্ষগুলি কর্তন করিয়াছ এবং যেগুলি কা-ের উপর স্থির রাখিয়া দিয়াছ, তাহা তো আল্লাহরই অনুমতিক্রমে; এবং এইজন্য যে, আল্লাহ পাপাচারীদিগকে লাঞ্ছিত করিবেন।
assets/data_files/web
আকৃতি ভিন্ন ধরনের হলেও গৃহ গৃহই। -এন্ড্রি উল্যাং।
স্বদেশপ্রেম ঈমানের অঙ্গ।
|
চাঁদপুরে পানিতে ডুবে আব্দুল্লাহ নামে দুই বছরের শিশুর করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের পূর্ব রঘুনাথপুর ১নং ওয়ার্ডস্থ সিআইপি খালে পড়ে শিশুটির করুণ মৃত্যু হয়েছে।
স্থানীয়রা শিশুটিকে খালে ভাসছে দেখে উদ্ধার করে তার পরিবারকে জানানোর পর শিশুটাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তখন হাসপাতালের কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে শিশুটির পরিবার তাকে নানীর বাড়িতে নিয়ে আসে।
শিশুর দাদা ইউসুফ খান জানান, অভিযোগ করলে মডেল থানার এসআই মফিজুল সঙ্গীয় ফোর্স নিয়ে শিশুর নানীর বাড়িতে গিয়ে স্থানীয় লোকজনদের কাছে পানিতে পড়ে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত হন। দীর্ঘদিন যাবৎ শিশুর মা ইয়াসমিন ও বাবা সুজন খানের মধ্যে মামলা চলমান রয়েছে।
সে ঘটনাটি পুঁজি করে শিশুর বাবা ও তার দাদা ইউসুফ খান পানিতে পড়ে মৃত্যুর ঘটনাটি হত্যাকা- বলে আখ্যায়িত করে থানায় অভিযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে পানিতে পড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হন। শিশুটির লাশ ময়না তদন্ত করার জন্যে পুলিশ থানায় নিয়ে আসে।
শিশুর খালা মাছুমা বেগম ও নানী রাণী বেগম জানান, দুপুরে হঠাৎ করে শিশুটি নিখোঁজ হয়। পরে জানা যায় খালের পাড়ে ঘাটলায় গিয়ে পানিতে পড়ে যায় সে। স্থানীয় পথচারীরা পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে খবর দেয়। পরে হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে এসআই মফিজুল জানান, পানিতে পড়ে শিশুর মৃত্যু হয়েছে বলে এলাকার সবাই সাক্ষ্য দিয়েছে। তবে শিশুর দাদা ও বাবা যেহেতু অভিযোগ করেছেন তাই শিশুটির ময়না তদন্ত করা প্রয়োজন। পরবর্তীতে যদি কেউ মামলা করে তাতে হয়রানি হবার আশঙ্কা রয়েছে, সেহেতু ময়না তদন্ত হলে ভালো হবে।
হ্যাঁ | না | মতামত নেই |