ফজর | ৫:১১ |
যোহর | ১১:৫৩ |
আসর | ৩:৩৮ |
মাগরিব | ৫:১৭ |
এশা | ৬:৩৪ |
সৌজন্যে- হোটেল অস্টার ইকো
কলাতলী, কক্সবাজার
মুঠোফোন : ০১৭৭৭৬৩১৬৯১, ১৮১২৫১৬৫৯০
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৫৩-সূরা নাজম ৬২ আয়াত, ৩ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৩৯। আর এই যে, মানুষ তাহাই পায় যাহা সে করে, ৪০। আর এই যে, তাহার কর্ম অচিরেই দেখান হইবে ৪১। অতঃপর তাহাকে দেওয়া হইবে পূর্ণ প্রতিদান, ৪২। আর এই যে, সমস্ত কিছুর সমাপ্তি তো তোমার প্রতিপালকের নিকট,
ভালোবাসার ক্ষেত্রে সেই জ্ঞানী যে ভালোবাসা বেশি কিন্তু প্রকাশ করে কম। -জর্জ ডেভিডসন।
নিঃসন্দেহে তিন প্রকার লোকের দোয়া কবুল হয়। পিতার দোয়া, মোসাফিরের দোয়া এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া।
|
চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলামের স্ত্রী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি হত্যাকা-টি ছিলো দেশব্যাপী আলোচিত একটি ঘটনা। তিনি গত বছরের ৪ জুন চাঁদপুর শহরের ষোলঘর পাকা মসজিদ এলাকায় নিজ বাসায় নৃশংসভাবে খুন হন। এ খুনের ঘটনার সময়ও অধ্যক্ষ ফেন্সি বাসায় একা ছিলেন। খুনি ঘরে ঢুকে ফেন্সিকে মাথায় আঘাত করে হত্যা করে চলে যায়। এ ঘটনার এক বছর এক মাস সতর দিনের মাথায় একই কায়দায় স্কুল শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তী খুনের ঘটনা ঘটলো। এ খুনের ঘটনাও ষোলঘর এলাকায়। দুটি ঘটনার স্থানের দূরত্ব হবে মাত্র প্রায় সিকি কিলোমিটার। ২১ জুলাই রোববার দিনের বেলা ষোলঘর পানি উন্নয়ন বোর্ডের স্টাফ কোয়ার্টারে নিজ বাসায় স্কুল শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তী খুনের ঘটনার সময়ও তিনি বাসায় একা ছিলেন। খুনিরা ঠা-া মাথায় খুন করে চলে যায়। জনবহুল এলাকায় পুলিশ সুপারের কার্যালয়ের কাছাকাছি এমন ঘটনাগুলো জনগণকে ভাবিয়ে তুলেছে।
হ্যাঁ | না | মতামত নেই |