ফজর | ৫:০৯ |
যোহর | ১২:১২ |
আসর | ৪:২২ |
মাগরিব | ৬:০২ |
এশা | ৭:১৫ |
সৌজন্যে- হোটেল অস্টার ইকো
কলাতলী, কক্সবাজার
মুঠোফোন : ০১৭৭৭৬৩১৬৯১, ১৮১২৫১৬৫৯০
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৪৭-সূরা মুহাম্মাদ ৩৮ আয়াত, ৪ রুকু, 'মাদানী' ০২। যাহারা ঈমান আনে, সৎকর্ম করে এবং মুহাম্মাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে বিশ্বাস করে, আর উহাই তাহাদের প্রতিপালক হইতে প্রেরিত সত্য, তিনি তাহাদের মন্দ কর্মগুলি বিদূরিত করিবেন এবং তাহাদের অবস্থা ভাল করিবেন।
assets/data_files/web
প্রশংসা হচ্ছে আদর্শের ছায়া।
যে পরনিন্দা গ্রহণ করে সে নিন্দুকের অন্যতম। |
বিগত দশ বছরে ফরিদগঞ্জ উপজেলাসহ চাঁদপুর জেলার সর্বত্র সরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরতে প্রেস ব্রিফিং করেছে চাঁদপুর জেলা তথ্য অফিস। গতকাল বুধবার সকালে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী আফরোজের সভাপ্রধানে ও জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হকের পরিচালনায় ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা তথ্য কর্মকর্তা জানান, বর্তমান সরকার ইতিমধ্যেই চাঁদপুরকে ব্রান্ডিং জেলা হিসেবে ঘোষণা করেছেন। মেডিকেল কলেজ স্থাপন, ১৫০ মেগাওয়াটের নির্মিত বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও আরো ২০০ ও ১১৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে। পুরো জেলা প্রায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। ফরিদগঞ্জে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ ৫৫৫১টি প্রকল্পের মাধ্যমে গ্রামের আর্থসামাজিক উন্নয়ন অব্যাহত রেখেছে। এলজিইডির আওতায় গত ১০ বছরে ৮৫৯টি ছোট-বড় স্থাপনা নির্মাণ হয়েছে। সড়ক বিভাগ ৩৭০.৫১ মিটার কাজ করেছে। জেলা সমাজসেবা অফিস পুরো জেলায় ৯১ হাজার ১৬৫ জন উপকারভোগীর মাধ্যমে সেবা প্রদান করছে। ইলিশের উৎপাদন গত দশ বছরে ১৪৫৮৩ থেকে ২৮০১৬ মেঃ টনে উন্নীত হয়েছে।
পরে এসব বিষয় নিয়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নূরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, মোঃ মামুনুর রশিদ পাঠান, জাকির হোসেন সৈকত, শরীফ আহাম্মদ, জাকির হোসেন সাঈদ, আব্দুচ ছোবহান লিটন, লিটন কুমার দাস, আনিছুর রহমান সুজন বক্তব্য রাখেন।
হ্যাঁ | না | মতামত নেই |
মুদ্রা | বিক্রয় | ক্রয় |
ইউএস ডলার | ৭৯.৯৫ | ৭৮.০০ |
ইউরো | ৮৭.৭৫ | ৮৫.৪০ |
ব্রিটিশ পাউন্ড | ১১০.৭৩ | ১০৮.২৯ |
ভারতীয় রুপি | ১.১৬ | ১.০৬ |
জাপানি ইয়েন | ০.৭০ | ০.৬৯ |
অস্ট্রেলিয়ান ডলার | ৫৭.১১ | ৫৫.৮৮ |
কানাডিয়ান ডলার | ৫৮.০২ | ৫৬.৭৯ |
সিঙ্গাপুর ডলার | ৫৬.৭৭ | ৫৫.৫৬ |
সৌদি রিয়াল | ২১.২২ | ২০.৬৯ |
মালয়শিয়ান রিঙ্গিত | ১৮.৯২ | ১৮.৫০ |
ইউএই দিরহাম | ২১.৬৭ | ২১.১৩ |
সুইস ফ্রাংক | ৮০.৪৮ | ৭৮.৭২ |
কুয়েতি দিনার | ২৫৮.২০ | ২৪৮.০০ |