'ক্ষুধা হবে নিরুদ্দেশ, শেখ হাসিনার বাংলাদেশ' শীর্ষক কর্মসূচির আওতায় সারাদেশের ন্যায় চাঁদপুরেও গরিব ও অসহায়দের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য অধিদপ্তর কর্তৃক হতদরিদ্রদের মাঝে এ চাল বিক্রি করা হচ্ছে। চাঁদপুরে বিভিন্ন পৌরসভা, উপজেলা এবং ইউনিয়নে ডিলারদের মাধ্যমে কার্ডধারী গরিব ও অসহায় পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিক্রি চলছে।
গতকাল ১২ সেপ্টেম্বর বুধবার চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর, ৯নং বালিয়া, ৮নং বাগাদী ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে একাধিক ডিলারের মাধ্যমে এ চাল বিতরণ করা হয়। তবে কোথাও কোথাও ৩০ কেজি চাল বিক্রির কথা থাকলেও উল্লেখিত পরিমাণের চেয়ে দু-এক কেজি কম করে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ডিলারদের বক্তব্য হলো, চাল বিক্রির ক্ষেত্রে পরিবহন এবং শ্রমিকসহ নানা খাতে অনেক খরচ রয়েছে। তাছাড়া গোডাউন থেকেও তাদের চাল ওজনে কম দেয়া হচ্ছে। তাই বাধ্য হয়ে অনেকেই ৩০ কেজির পরিবর্তে দু-এক কেজি করে কম বিক্রি করছে। তবে অনেক ডিলারই বিষয়টি অস্বীকার করেছেন। তাদের দাবি, অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে প্রতি কার্ডধারীর নিকট ৩০ কেজি করে চাল বিক্রি করা হচ্ছে।
১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের বেপারী বাজারে ডিলার মোঃ ইউনুছ গাজীর মাধ্যমে শান্তিপূর্ণভাবে চাল বিক্রি করা হয়। ওই এলকায় কার্ডধারীর সংখ্যা ৫শ' ৪৮জন। সেখানে ট্যাগ অফিসার নূরুল ইসলাম, যুবলীগ নেতা নাজমুল গাজী, ডিলার প্রতিনিধি ইকবাল হোসেন ও জাহাঙ্গীরসহ অন্যরা উপস্থিত ছিলেন। একই ইউনিয়নের বহরিয়া বাজারের ডিলার হোসেন গাজীর মাধ্যমে ১০ টাকা কেজি দরে ৪শ' ৮৬ জন কার্ডধারীর মাঝে চাল বিক্রি করা হয়। চাল বিক্রি পরিচালনা করেন ডিলার হোসেন গাজী, প্রতিনিধি ফিরোজ বেপারী ও দেলোয়ার বেপারীসহ অন্যরা।
এর আগে গত ৮ সেপ্টেম্বর চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নে সুশৃঙ্খলভাবে চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল। একই দিনে বালিয়া ইউনিয়নের ডাইনেগো বাড়ি এলাকায় ডিলার মোঃ হারুনের মাধ্যমে চাল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম মিজি।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৫ |
মাগরিব | ৫:৪৪ |
এশা | ৬:৫৯ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৪১-সূরা হা-মীম আস্সাজদাহ,
সব সমস্যার প্রতিকার হচ্ছে ধৈর্য ও চেষ্টা।
ন্যায়পরায়ণ বিজ্ঞ নরপতি আল্লাহ’র শ্রেষ্ঠ দান এবং অসৎ মূর্খ নরপতি তার নিকৃষ্ট দান। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |