ফজর | ৫:০৯ |
যোহর | ১১:৫২ |
আসর | ৩:৩৭ |
মাগরিব | ৫:১৬ |
এশা | ৬:৩৪ |
সৌজন্যে- হোটেল অস্টার ইকো
কলাতলী, কক্সবাজার
মুঠোফোন : ০১৭৭৭৬৩১৬৯১, ১৮১২৫১৬৫৯০
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৪০-সূরা আল মু’মিন
কোনো মহৎ লোকের জীবনই বৃথা যায় না।
মজুরের গায়ের ঘাম শুকাবার আগেই তার মজুরি দিয়ে দাও। |
'ট্রাক্টর চলাচল বন্ধ থাকবে,
আমি গেলেই তবে মিষ্টি খাওয়াতে হবে'
গতকাল নবাগত পুলিশ সুপারের সাথে মতবিনিময়কালে অধিকাংশ সাংবাদিক পূর্ববর্তী পুলিশ সুপার কর্তৃক সমগ্র জেলায় ট্রাক্টর চলাচল বন্ধ রাখার নির্দেশনা বহাল রাখার জোর অনুরোধ জানান। এ অনুরোধের জবাবে পুলিশ সুপার বলেন, ট্রাক্টর চলাচল বন্ধ থাকবে। আমার পূর্বসূরি শামসুন্নাহার (বিউটি) আপার বদলিতে ট্রাক্টর রাস্তায় পুনরায় নামানোর আনন্দে যারা মিষ্টি খেয়েছে, তাদেরকে আবার মিষ্টি খাবার জন্যে আমার বিদায় পর্যন্তই অপেক্ষা করতে হবে।
'কমিউনিটি পুলিশিংকে
বিতর্কিত লোক থেকে মুক্ত করুন'
গতকাল চাঁদপুরের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়কালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক শাহাদাত হোসেন শান্ত বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চাঁদপুরে কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন কমিটিতে বিতর্কিত কিছু লোকের অনুপ্রবেশ ঘটেছে। এদেরকে চিহ্নিত করতে জনাব শান্ত সহযোগিতার আশ্বাস দিয়ে কমিউনিটি পুলিশিংকে এসব বিতর্কিত লোক থেকে মুক্ত করার জন্যে পুলিশ সুপারের প্রতি সনির্বন্ধ অনুরোধ জানান।
'মোবাইল ফোনে কথা বলার ধৈর্য অসীম'
সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে বক্তব্য প্রদানকালে নবাগত পুলিশ সুপার বলেন, মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রে আমার ধৈর্য অসীম। তবে সকালে ফোন ধরতে একটু কষ্ট হয়। অথচ চাঁদপুরে যোগদানের পর সকালেই বেশি ফোন আসে, যার ৭০ থেকে ৮০ ভাগই নারীদের ফোন। যাদের ফোন রিসিভ করতেই তারা বলেন, আপা আমরা আপনার সাথে দেখা করতে চাই, কখন আসবো। এটা আমার জন্যে ভিন্নতর অভিজ্ঞতা ও চাপ। জানি না, এ চাপটি কীভাবে সামলাবো। তবে আমি চাপ বা চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করি।
'আইনগত সহায়তা পেতে
রেফারেন্সের দরকার নেই'
নবাগত পুলিশ সুপার চাঁদপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তাঁর বক্তব্যে বলেছেন, আমার কাছে ন্যায়সঙ্গত, আইনগত সহায়তা পেতে হলে কারো রেফারেন্স নিয়ে আসার কোনো প্রয়োজন হবে না। কারণ, রেফারেন্সে আমি বিরক্ত হই। রেফারেন্স ছাড়া কথা শুনেই সহায়তা করতে প্রস্তুত থাকবো।
'রেসপন্স টাইম কমাবো'
"আক্রান্ত, ক্ষতিগ্রস্ত ব্যক্তির আহ্বানে এবং দুর্ঘটনায় অকুস্থলে পেঁৗছতে কতো কম সময়ে পুলিশ রেসপন্স (সাড়া) দিতে পারে সেদিকে বিশেষ গুরুত্ব দেবো অর্থাৎ রেসপন্স টাইম কমাবো। আর সাংবাদিকদের সাথে কোনো কমিউনিক্যাশন গ্যাপ রাখবো না, তাদেরকে পুলিশের কোনো বিষয়ে অন্ধকারে রাখবো না। স্বচ্ছতা নিয়ে জেলা পুলিশকে এগিয়ে নিয়ে যাবো।" গতকাল নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তাঁর বক্তব্যে দ্ব্যর্থহীন কণ্ঠে এমন কথাই বলেন, যাতে সাংবাদিকগণ বিমুগ্ধতায় আচ্ছন্ন হন। কেউ কেউ মন্তব্য করেন, যায় দিন ভালো যায়নি, আসে দিনও ভালো যাবে।
'সমালোচনা শুনলে মাইন্ড করি না'
পুলিশ সম্পর্কে, আমার সম্পর্কে বিরূপ সমালোচনা শুনলে সরাসরি জানাবেন, আমি মাইন্ড করবো না। বরং খুশি হবো এজন্যে যে, সমালোচনায় নিজেকে শোধরানোর সুযোগ থাকে। গতকাল চাঁদপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার তাঁর বক্তব্যে এমন কথাই বলেন।
'পুলিশের কারো খারাপ
ব্যবহারকে ব্যক্তিগতভাবে নেবেন না'
গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার তাঁর বক্তব্যের শেষদিকে বলেন, আমার জেলা পুলিশের পরিবার প্রায় ১৩শ' লোকের। তাদের কেউ খারাপ ব্যবহার করলে ব্যক্তিগতভাবে (পারসোনালি) নেবেন না, আমাদের ওপর ছেড়ে দেবেন, অবশ্যই সমাধান খুঁজে পাবেন।
হ্যাঁ | না | মতামত নেই |