আজ শোকাবহ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের এইদিনে সপরিবারে মানব ইতিহাসের বর্বরতম হত্যাকা-ের শিকার হন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঘৃণ্য ঘাতকরা সেদিন বুলেটের আঘাতে বঙ্গবন্ধু ও তাঁর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করে। আজ জাতীয় শোক দিবসে আমি মহান আল্লাহ্তায়ালার দরবারে জাতির পিতাসহ সেদিনের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। তাঁর আদর্শে বলীয়ান হয়ে বাঙালি জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। বাংলাদেশকে সমৃদ্ধ দেশে পরিণত করতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা 'ভিশন ২০২১' এবং 'ভিশন ২০৪১' ঘোষণা করেছেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ পরিণত হবে মধ্যম আয়ের দেশে। এ জন্যে প্রয়োজন সকলের সমন্বিত প্রয়াসের পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ও স্বাধীনতার পক্ষের সকল শক্তির দৃঢ় ঐক্য।
তাই আসুন, জাতীয় শোক দিবসে আমরা জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করি এবং তাঁর ত্যাগ-তিতিক্ষার সংগ্রামী জীবনাদর্শ ধারণ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, শান্তিপূর্ণ, সমৃদ্ধ, অসামপ্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।
ডাঃ দীপু মনি
জাতীয় সংসদ সদস্য, চাঁদপুর-৩ ও
সভাপতি, পররাষ্ট্র মন্ত্রাণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।
ফজর | ৫:০৪ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:২৪ |
মাগরিব | ৬:০৫ |
এশা | ৭:১৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৪০-সূরা আল মু’মিন
কোনো মহৎ লোকের জীবনই বৃথা যায় না।
মজুরের গায়ের ঘাম শুকাবার আগেই তার মজুরি দিয়ে দাও। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |