মতলব দক্ষিণ উপজেলার মোবারকদী মৌজার মতলব-বাবুরহাট সড়কের পশ্চিম পাশে সরকারি খালের ওপর প্রশাসনের নির্দেশ অমান্য করে চলছে দোকান নির্মাণ। গত ৩ মে বিবিধ উচ্ছেদ মোকদ্দমা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিদুল ইসলাম। অবৈধভাবে ইমারত নির্মাণকারী বিল্লাল হোসেনকে একের পর এক নোটিস প্রদান করা হলেও থেমে নেই নির্মাণ কাজ।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, মতলব বাবুরহাট সড়কের পাশে সরকারি খালের উপর অবৈধভাবে ইমারত নির্মাণ করার বিষয়ে গত ১৭ এপ্রিল মতলব পৌর ভূমি অফিস থেকে নোটিস প্রদান করা হয়। নোটিসে অবৈধভাবে সরকারি খালের উপর নির্মাণাধীন ইমারত স্থাপনা দ্রুত অপসারণ করার জন্যে বলা হয়। কিন্তু মোবারকদী গ্রামের মোঃ ছিদ্দিকের ছেলে বিল্লাল হোসেন অবৈধ নির্মাণ কাজ চালিয়ে যেতে থাকে। যার প্রেক্ষিতে গত ২২ এপ্রিল মতলব পৌর ভূমি অফিস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে একটি প্রতিবেদন প্রদান করেন।
প্রতিবেদন পেয়েই উপজেলা নির্বাহী কর্মকতা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিদুল ইসলাম ওই ব্যক্তির বিরুদ্ধে গত ৩ মে বিবিধ উচ্ছেদ মোকদ্দমা করেন। সেই সাথে অবৈধভাবে দখলকারী বিল্লাল হোসেনকে তার নিজ খরচে অপসারণ করে আগামী ১৪ মে সহকারী কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দেয়ার জন্য নোটিস প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল ইসলাম বলেন, যদি বিল্লাল হোসেন নিজ খরচে ইমারত অপসারণ না করে তবে তার বিরুদ্ধে সরকারি ভূমি ও ইমারত (দখল ও পুনরুদ্ধার) অধ্যাদেশ ১৯৭০-এর ২৪ ধারা মোতাবেক উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।
ফজর | ৪:৫৯ |
যোহর | ১২:১০ |
আসর | ৪:২৬ |
মাগরিব | ৬:০৮ |
এশা | ৭:২০ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৩৭- সূরা সাফ্ফাত ১৮২ আয়াত, ৫ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১২৮। কিন্তু আল্লাহ তা'আলার খাঁটি বান্দাগণ নয়। ১২৯। আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয়ে রেখে দিয়েছি যে, ১৩০। ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক! ১৩১। এভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। ১৩২। সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভূক্ত। দয়া করে এই অংশটুকু হেফাজত করুন
মায়ের শিক্ষাই শিশুর ভবিষ্যতের বুনিয়াদ। -নেপোলিয়ান।
নিঃসন্দেহে তিন প্রকার লোকের দোয়া কবুল হয় : পিতার দোয়া, মুসফিকের দোয়া ও অত্যাচারিত ব্যক্তির দোয়া।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |