দয়ালু
সমুদ্র সমান পাপ নিয়ে
হাঁটতে পারছি না হায়
পাপের কথা পড়লে স্মরণ আমি যে খুব অসহায়।
চোখের জলে পাথর জমেছে
বের হচ্ছে না জল
কী করবো হতাশ আমি
করছি যে টলমল।
খোদার কাছে ক্ষমা চাওয়ার
মুখ যে আমার নাই
মহান প্রভু গাফফার দয়ালু
তাইতো তার কাছেই যাই।
মটু
গাঁয়ের মাঝে ছেলে এসেছে
শহর থেকে ভাই হেঁটে
দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে
বলে পা যাচ্ছে তার ফেটে।
স্বাস্থ্য তার নাদুস নুদুস
কেউ ডাকে মটু
খাওয়ার বেলায় সেই ছেলেটি
আছে ভীষণ পটু।
দেহ তার এতই মোটা
দৌড়াতে পারে না ভাই
খাওয়া সে কমাতে পারে না
করে অবহেলা সবাই।
মটু বলে কেউ তারে
একটু দেয় না দাম
হাঁটতে হাঁটতে বললো সে
সৌরভ তার নাম।
বৈশাখ
বৈশাখ এসেছে এই ধরায়
কালবৈশাখী নিয়ে
কখনো রোদ কখনো বৃষ্টি
পেতিশিয়ালের বিয়ে।
থোকায় থোকায় আম ধরেছে
জিবে আসে জল
আমগুলো টেনে পাড়ছে দেখো
উদাস ছেলেদের দল।
কাঁচা আম মরিচ দিয়ে
খাচ্ছে নতুন বউ
ভর্তা বানিয়ে খাচ্ছে কেউ
কেউ খাচ্ছে মৌ।
আম কাঁঠালরা পাকবে ও ভাই
আর কিছুদিন পরে
গ্রীষ্মের বন্ধে ছাত্র-ছাত্রীরা
ফল খাবে মন ভরে।
ফজর | ৫:০৭ |
যোহর | ১২:১২ |
আসর | ৪:২২ |
মাগরিব | ৬:০৩ |
এশা | ৭:১৬ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯৬-সূরা 'আলাক ১৯ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
assets/data_files/web
আমার জিহ্বা যদিও আমার আত্মা নয়, তবুও তার ইচ্ছা আছে। -শেঙ্পিয়র।
নফস্কে দম করাই সর্বপ্রথম জিহাদ।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |