ফজর | ৫:১৩ |
যোহর | ১২:১৩ |
আসর | ৪:১৯ |
মাগরিব | ৫:৫৯ |
এশা | ৭:১২ |
সৌজন্যে- হোটেল অস্টার ইকো
কলাতলী, কক্সবাজার
মুঠোফোন : ০১৭৭৭৬৩১৬৯১, ১৮১২৫১৬৫৯০
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৩৯-সূরা আয্-যুমার
আস্থা ছাড়া বন্ধুত্ব থাকতে পারে না।
যে পরনিন্দা গ্রহণ করে সে নিন্দুকের অন্যতম। |
চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২শ' ৭৫ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দেয়া হয়েছে। গত ১২ জুলাই বৃহস্পতিবার প্রধান শিক্ষকের চলতি পদে দায়িত্ব প্রদান সংক্রান্ত আলাদা চারটি আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ আদেশে চাঁদপুরসহ চারটি জেলার মোট ৭শ' ৯৮ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দেয়া হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আদেশসূত্রে জানা যায়, চাঁদপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শূন্য আসনে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে দেয়া হয়েছে। চাঁদপুরের মোট ৭টি উপজেলার ২শ' ৭৫ জন প্রধান শিক্ষক হিসেবে চলতি দায়িত্ব পেয়েছেন। মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, শূন্য পদে জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের অগ্রাধিকার দেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের অফিস আদেশসূত্রে জানা যায়, হাজীগঞ্জ উপজেলাব্যতীত বাকি সাতটি উপজেলায় শূন্য পদে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দেয়া হয়েছে। চাঁদপুর সদরের ২৯ জন, কচুয়ার ৫৭ জন, শাহরাস্তির ৩৪ জন, মতলব উত্তরের ৪৫ জন, মতলব দক্ষিণের ৩৫ জন, ফরিদগঞ্জের ৫০ ও হাইমচরের ২৫ জন সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব পেয়েছেন।
প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন সহকারী শিক্ষক বলেন, একজন প্রধান শিক্ষক হলেন একটি স্কুলের গুরুত্বপূর্ণ অভিভাবক। সেই প্রধান শিক্ষকের পদ খালি থাকার কারণে স্বাভাবিকভাবেই পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এখন সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দেয়ায় এ সমস্যার সমাধান হয়েছে।
প্রধান শিক্ষকের চলতি দায়িত্বপ্রাপ্ত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নূরুন নাহার আক্তার বকুল বলেন, প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়া আনন্দের বিষয়। বিদ্যালয়ের মানসম্মত শিক্ষাদান নিশ্চিত করতে আমি আমার সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যাবো।
মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, মতলব উত্তরে ৪৫ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। ফলে এ উপজেলায় প্রধান শিক্ষকের পদ শূন্য থাকা ৪৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন প্রধান শিক্ষক পাচ্ছে।
মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল হক মোল্লা জানান, তার উপজেলায় ৩৫ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে দায়িত্ব দেয়া হয়েছে। এতে করে ওই বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সঙ্কট সমস্যা দূর হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন বলেন, অনেক স্কুলে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক পদ খালি ছিলো। এতে করে বিদ্যালয় পরিচালনায় ব্যাঘাত হচ্ছিলো। এখন সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দেয়ায় এ সমস্যা আর থাকবে না। যদি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকরা কাজ শুরু করেন তবে জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অনেক ইতিবাচক প্রভাব পড়বে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশসূত্রে জানা যায়, সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের চলতি দায়িত্বকে পদোন্নতি বলা যাবে না। প্রধান শিক্ষকের চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ নিজেদের বেতন স্কেলে বেতন ভাতা পাবেন।
হ্যাঁ | না | মতামত নেই |
মুদ্রা | বিক্রয় | ক্রয় |
ইউএস ডলার | ৭৯.৯৫ | ৭৮.০০ |
ইউরো | ৮৭.৭৫ | ৮৫.৪০ |
ব্রিটিশ পাউন্ড | ১১০.৭৩ | ১০৮.২৯ |
ভারতীয় রুপি | ১.১৬ | ১.০৬ |
জাপানি ইয়েন | ০.৭০ | ০.৬৯ |
অস্ট্রেলিয়ান ডলার | ৫৭.১১ | ৫৫.৮৮ |
কানাডিয়ান ডলার | ৫৮.০২ | ৫৬.৭৯ |
সিঙ্গাপুর ডলার | ৫৬.৭৭ | ৫৫.৫৬ |
সৌদি রিয়াল | ২১.২২ | ২০.৬৯ |
মালয়শিয়ান রিঙ্গিত | ১৮.৯২ | ১৮.৫০ |
ইউএই দিরহাম | ২১.৬৭ | ২১.১৩ |
সুইস ফ্রাংক | ৮০.৪৮ | ৭৮.৭২ |
কুয়েতি দিনার | ২৫৮.২০ | ২৪৮.০০ |